ডাক্তারদের আন্দোলনের প্রভাব যেন গরিব মানুষের ওপর না পড়ে: শত্রুঘ্ন সিনহা

ওখানে ভিডিও রেকর্ডিং করার কথা বলা হয়েছিল , লাইভ স্ট্রিমিং এর ক্ষেত্রে অনেক সময় অনেক বিপত্তি ঘটতে পারে। আর কী বলেছেন তৃণমূল সাংসদ? বিস্তারিত জানতে সম্পূর্ণ প্রতিবেদন পড়ুন...

ডাক্তারদের আন্দোলনের প্রভাব যেন গরিব মানুষের ওপর না পড়ে: শত্রুঘ্ন সিনহা
তৃণমূল সাংসদ শত্রঘ্নু সিনহা।।

ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: আরজিকর ঘটনাকে কেন্দ্র করে জুনিয়র ডাক্তারদের আন্দোলনে জনসমর্থন আগে দেখিনি। বললেন আসানসোলের তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহা, পাশাপাশি জুনিয়র ডাক্তারদের এই আন্দোলন দেখে তিনি তাজ্জব হচ্ছেন বলেও প্রতিক্রিয়া দিয়েছেন। এদিন সাংসদ শত্রুঘ্ন সিনহা বলেন, ''সমাজের পিছিয়ে পড়া গরিব  মানুষ চিকিৎসা করাতে আসেন। জুনিয়র ডাক্তারদের আন্দোলনের জেরে তাদের যেন কোনও লোকসান না হয়ে যায়। পাশাপাশি জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠক প্রসঙ্গে তিনি বলেন "ওখানে ভিডিও রেকর্ডিং করার কথা বলা হয়েছিল , লাইভ স্ট্রিমিং এর ক্ষেত্রে অনেক সময় অনেক বিপত্তি ঘটতে পারে।''  

পার্লামেন্টের প্রসঙ্গ তুলেও তিনি আরও বলেন "অনেক সময় স্টিমিং বন্ধ করে দেওয়া হয়। তবে ডাক্তাররাও আমাদের ঘরের সদস্য পরিবাদের সদস্য। পাশাপাশি তিনি আবেদন জানান "ওরা আসুক মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বসে আলোচনা করুক"। 

আরও পড়ুন: https://tribetv.in/r-g-kar-protestors-shout-slogans-against-tala-oc-abhijit-Mondal

অন্যদিকে, প্রমান লোপাটে সরাসরি যুক্ত কলকাতা পুলিশ। তদন্তে খামতির জন্য সরাসরি যুক্ত কলকাতা পুলিশ। কলকাতা পুলিশের নগরপালকে সাসপেন্ড করা উচিত। উচিত রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা। সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে দাবি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। সব মিলিয়ে আরজি কর কাণ্ডে দিন যত এগোচ্ছে ততই জুনিয়র ডাক্তারদের ধর্না নিয়ে চড়ছে টানটান উত্তেজনার পারদ।