জিপিও অফিসের বাথরুমে লুকিয়ে মহিলা সহকর্মীর ভিডিয়ো শ্যুট, খাস কলকাতায় গ্রেফতার ১

জিপিও অফিসের এক অস্থায়ী কর্মী বাথরুমের দরজার ফাঁক দিয়ে মহিলার ছবি তুলছিলেন বলে অভিযোগ। হাতেনাতে তাকে ধরে ফেলে পোস্ট অফিসের কর্মীরা।  জানুন বিস্তারিত...

জিপিও অফিসের বাথরুমে লুকিয়ে মহিলা সহকর্মীর ভিডিয়ো শ্যুট, খাস কলকাতায় গ্রেফতার ১
file image

ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: খাস কলকাতায় ফের মহিলাকে হেনস্তার অভিযোগ। কলকাতার জেনারেল পোস্ট অফিসে এক মহিলা কর্মীকে হেনস্থার অভিযোগ উঠল ওই মহিলার সহকর্মীর বিরুদ্ধে। ফের প্রশ্নের মুখে কর্মক্ষেত্রে মহিলাদের নিরাপত্তা।   

জানা গেছে, মঙ্গলবার সকাল ১১:৫০ নাগাদ কলকাতার জেনারেল পোস্ট অফিসের এক মহিলা কর্মী বাথরুমে যান। তাঁকে পিছু করে তারই সহকর্মী। জিপিও অফিসের এক অস্থায়ী কর্মী বাথরুমের দরজার ফাঁক দিয়ে মহিলার ছবি তুলছিলেন বলে অভিযোগ। অভিযুক্ত উল্টোডাঙার বাসিন্দা বছর ৩৪-এর ভিকি মল্লিক। হাতেনাতে তাকে ধরে ফেলে পোস্ট অফিসের কর্মীরা।  

আরও পড়ুন: https://www.tribetv.in/Volunteer-Hiralal-Teaches-Children-While-taking-charge-of-the-traffic

ঘটনার পরেই ওই মহিলা হেয়ার স্ট্রিট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় তারই সহকর্মী ভিকি মল্লিককে। যে মোবাইল ফোনটি ব্যবহার করে অভিযুক্ত ছবি তুলেছিল সেই মোবাইল ফোনটিও ইতিমধ্যে পুলিশ বাজেয়াপ্ত করেছে। অভিযুক্তর বিরুদ্ধে বিএনএসের একাধিক ধারায় মামলা রুজু করে তদন্তে নেমেছে হেয়ার স্ট্রিট থানার পুলিশ।

প্রসঙ্গত, খাস কলকাতার আর জি কর হাসপাতালে ঘটে যাওয়া মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার পর বারবার আলোচনায় উঠে এসেছে কর্মক্ষেত্রে নারী নিরাপত্তার বিষয়টি। নিজের কর্মক্ষেত্রে মহিলারা নিরাপদ নন কেন? প্রশ্ন তোলেন অনেকেই। এই আবহে ফের শহরের বুকে এহেন একটি ঘটনা নারী সুরক্ষার প্রশ্নটিকে আরও জোড়াল করে তুলছে।