আরজি কর আবহে পুজো মণ্ডপে বিশৃঙ্খলা হলে কী ভূমিকা পুলিশের? প্রস্তুতি বৈঠক কলকাতা পুলিশের

বিশৃঙ্খলা পরিস্থিতি যাতে তৈরি না হয় তার অনুরোধ। আমাদের ক্লাবের পক্ষ থেকে একেবারে প্রস্তুত। এর আগে নিউ আলিপুর থানার, ডিসি সাউথের সঙ্গে আমাদের বৈঠক হয়েছে। জানুন বিস্তারিত...

আরজি কর আবহে পুজো মণ্ডপে বিশৃঙ্খলা হলে কী ভূমিকা পুলিশের? প্রস্তুতি বৈঠক কলকাতা পুলিশের
পুজো-প্রস্তুতি বৈঠক

অভ্রদ্বীপ দাস, কলকাতা: বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব হাতে গোনা আর কয়েকটা মাত্র দিন বাকি। তার আগেই প্রতি বছরের মতো এবছরেও পুজো নিয়ে কলকাতার বিভিন্ন পুজো কমিটি গুলির সঙ্গে বৈঠক সারলেন নয়া পুলিশ কমিশনার মনোজ ভার্মা। বুধবার কলকাতার ধনধান্য অডিটোরিয়ামে এই বৈঠক হয়। বৈঠক শুরু হয় সন্ধ্যা ৬ টায়। বৈঠক শেষ হয় সন্ধ্যা ৮ টা নাগাদ। বৈঠকে উপস্থিত ছিলেন কলকাতা পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারা।

উপস্থিত ছিলেন অ্যাডিশনাল সিপি ওয়ান ও জয়েন্ট সিপি ক্রাইম মুরলীধর শর্মা, অ্যাডিশনাল সিপি (২) শুভঙ্কর সিনহা, অ্যাডিশনাল সিপি (৩) সন্তোষ পান্ডে, জয়েন্ট সিপি সদর মিরাজ খালিদ, কলকাতা পুলিশের আওতাভুক্ত প্রতিটি ডিভিশনের ডিসিরা, এছাড়াও উপস্থিত ছিলেন সমস্ত এসি এবং ওসিরা। এছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন কলকাতা পুরসভা, দমকল, সিইএসসি, দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের প্রতিনিধিরা। বৈঠকে কলকাতা পুলিশের আওতাভুক্ত প্রতিটি ডিভিশন থেকে ২-টি করে পুজো কমিটির ১ জন করে প্রতিনিধি তাদের সুবিধা ও অসুবিধার বক্তব্য তুলে ধরেন। 

আরও পড়ুন: https://www.tribetv.in/Know-the-popular-historical-story-of-Bishnupur-Malla-Raja-Durga-Puja-2024

সুরুচি সংঘের প্রতিনিধি স্বরূপ বিশ্বাস বলেন, ‘কলকাতা পুলিশ আমাদের সহযোগিতা করেন। প্রায় দু কিলোমিটার রাস্তা পেরিয়ে মানুষ সুষ্ঠুভাবে ঠাকুর দর্শন করেন। কলকাতা পুলিশ শুধু নয় কলকাতা পুরসভারও যৌথ উদ্যোগে অসম্ভব কাজ সম্ভব হয়।’ তিনি আরো জানান, ‘একটাই অনুরোধ আমরা আগে থেকে ইঙ্গিত পেয়েছি পুজোয় অশান্তি তৈরি হতে পারে। বিশৃঙ্খলা পরিস্থিতি যাতে তৈরি না হয় তার অনুরোধ। আমাদের ক্লাবের পক্ষ থেকে একেবারে প্রস্তুত। এর আগে নিউ আলিপুর থানার, ডিসি সাউথের সঙ্গে আমাদের বৈঠক হয়েছে। তারা আশ্বাস দিয়েছেন। নগরপাল কেও বিষয়টা জানালাম।’

আদিত্য দাস চেতলা অগ্রণী ক্লাবের প্রতিনিধি হিসেবে তিনি জানান,‘পুজোর সময় রাশ ড্রাইভিং নিত্যান্তই একটা সমস্যা হয়ে গিয়েছে। বিশেষ করে রাতের বেলা এই রাস ড্রাইভিং বেশি দেখা যায়। এটা কে পুজোয় নিয়ন্ত্রণ করার অনুরোধ জানানো হয়।’

আরও পড়ুন: https://www.tribetv.in/Roy-Chowdhury-family-in-Baruipur-blows-away-nilkontho-bird-after-immersion-of-Durga-idol

প্রবীর গায়েন, ভাঙ্গরের মঙ্গলপুর সর্বজনীন মন্দির উদ্যান কমিটির প্রতিনিধি হিসেবে তিনি জানান, ‘ভাঙ্গড় এবার কলকাতা পুলিশের নতুন ডিভিশন। আমাদের প্রতিটি পুজো কমিটির পারমিশন হয়েছে। ১৩৬ টি পুজো ভাঙ্গরে। আমাদের আবেদন একটাই এত বড় এরিয়া, ২৫০ কিলোমিটার। একটাই ফায়ার আছে সেটা কেএলসি থানার আওতায়। যদি কোন পুজো মন্ডপে আগুন লাগে সেখান থেকে ভাঙ্গরের অন্যান্য জায়গায় এই দমকল ইঞ্জিন গুলো পৌঁছানো সম্ভব নয়। ততক্ষণে পুরো পুজো মন্ডপ জ্বলে শেষ হয়ে যাবে। অনুরোধ করা হল ভাঙ্গড় কলেজ এবং ঘটকপুকুরের কাছে যাতে অস্থায়ী অন্তত দুটি দমকল ইঞ্জিন রাখা হয়।’

এরপর কলকাতা পুলিশের নয়া নগরপাল (মনোজ কুমার ভার্মা) জানান , “দুর্গাপুজো সমন্বয় বৈঠক। উদ্যোক্তাদের কিছু দাবি আছে। পুলিশ সংক্রান্ত ইস্যু। বাহিনী, লেডি পুলিশ, ট্রাফিক সাইনেজ। রাশ ড্রাইভিং কোথায় কোথায় হয়, তা দেখা হবে। যাতে না হয়, তা নিশ্চিত করতে পদক্ষেপ করা হবে। আমরা আমাদের শ্রেষ্ঠ পরিষেবা দিতে প্রস্তুত। আমরা ও উদ্যোক্তারা একটা দল হিসেবে কাজ করতে চাই। বিশৃঙ্খলা হবে না। আশ্বস্ত করলাম। ট্রাফিক থেকে পদক্ষেপ করা হবে। উন্নত প্রযুক্তির ব্যবহার করা হয়। আমরা আশা করছি।”

আরও পড়ুন: https://www.tribetv.in/know-the-historical-story-of-jhargram-chilkigarh-popular-kanak-durga-puja

এরপর কলকাতা পুরসভার পক্ষ থেকে জ্যোতিপ্রকাশ সরকার জানান, “পুজোর আগে, কলেজ স্কয়ারের রাস্তা মহালয়ার আগে সারানোর বন্দোবস্ত করা হবে। পুজোর আগে, ফুটপাতে পরিষ্কার করা হবে। কালীঘাটের স্কাইওয়াকের কাজের জন্য এসপি মুখার্জি রোডে যেসমস্ত ইকুইপমেন্ট পড়ে রয়েছে সেই জায়গা গুলোকে পরিষ্কার করা হবে। অর্থাৎ এসপি মুখার্জি রোড পরিষ্কার করা হবে। এছাড়াও কালীঘাটের স্কাইওয়াকের কাজ একেবারে শেষের দিকে। এছাড়া প্রতিমা নিরঞ্জনের জন্য যে সমস্ত ঘাটগুলো ইতিমধ্যেই বেহাল হয়ে আছে সেগুলোকেও সারানোর ব্যবস্থা করা হবে।”

সিএসসির তরফ থেকে আসা এর প্রতিনিধি এই বৈঠকে জানান, “পুজোতে সুন্দর পরিষেবা দেওয়ার চেষ্টা করবে সিএসসি। 9831079666, 9831083700 এই দুটো নম্বরের কোনো সমস্যা হলে অ্যাপ্লিকেশন সহ জানাবেন। পুজো যেকোনো সমস্যার হলে সিএসসির নিযুক্ত করা নোডাল অফিসার-এর সঙ্গে যোগাযোগ করতে পারেন। সাপ্লাই বা কানেকশন সংক্রান্ত কোনো অসুবিধা হলে। ইলেকট্রিশিয়ানদের জন্য ওয়ার্কশপ-এর আয়োজন করেছি। যাতে বিদ্যুতের কোনো দুর্ঘটনা থেকে আপনারা তৎক্ষণাৎ রেহাই পান।”

আরও পড়ুন: https://www.tribetv.in/Bashirhat-TMC-MP-Hazi-Nurul-islam-pass-away-on-today

দেবাশীষ চক্রবর্তী, দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের থেকে তিনি জানান, “উৎসব যেন পরিবেশবান্ধব হয় আমরা সেটাই চাই। পুজোতে অ্যাডভারটাইজিং এর জন্য অনেক কোডিং ব্যানার ব্যবহার করা হয়। পুজো শেষ হবার পর এইগুলো কি ক্ষতি করবে আমরা কেউ ভাবি না। এইগুলো যেন ভাবা হয় পুজো শেষে তার আবেদন দরকার হলে আমাদের ওয়েবসাইটে যোগাযোগ।”

তরুণ কুমার দত্ত, দমকল থেকে তিনি জানান, “ভাঙ্গর ডিভিশন নতুন। তাই যে অসুবিধার কথা জানালেন পূজা উদ্যোক্তারা আমরা চেষ্টা করব ভাঙ্গরে কিছু গাড়ি এক্সট্রা রাখার।”