Bankura News: প্রবল বৃষ্টিতে ধূলিস্যাৎ মাটির বাড়ি, সন্তান নিয়ে অথৈ জলে মা

ভেঙে পড়া মাটির বাড়ির এক কোণে ছেলে কোলে বৃষ্টির মাঝেই ভাঙ্গা বাড়িতে বসে রয়েছে অসহায় মা। দেখা নেই কোন জনপ্রতিনিধর। এমনই ছবি বাঁকুড়ার জয়পুর ব্লকের গোকুলনগর গ্রামে। বিস্তারিত পড়ুন...

Bankura News: প্রবল বৃষ্টিতে ধূলিস্যাৎ মাটির বাড়ি, সন্তান নিয়ে অথৈ জলে মা
টানাবৃষ্টিতে জলমগ্ন একাধিক গ্রাম

ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: রাতভর অতি বৃষ্টির জেরে ভেঙে পড়েছে মাটির ৭টি বাড়ি। ভেঙে পড়া মাটির বাড়ির এককোণে ছেলে কোলে বসে রয়েছেন অসহায় মা। বৃষ্টির মধ্যে যাবে কোথায়? খাবে কি? খোঁজখবর নেই ব্লক প্রশাসনের।

ভেঙে পড়া মাটির বাড়ির এক কোণে ছেলে কোলে বৃষ্টির মাঝেই ভাঙ্গা বাড়িতে বসে রয়েছে অসহায় মা। দেখা নেই কোন জনপ্রতিনিধর। এমনই ছবি বাঁকুড়ার জয়পুর ব্লকের গোকুলনগর গ্রামে। এই গ্রামেই মাটির বাড়ি ভেঙে পড়ছে তিনটি । বারবার প্রশাসনের কাছে আবেদন নিবেদন করলেও জুটেনি একখানা ত্রিপল। মেলেনি কোনও সাহায্য সহযোগিতা। তাই বৃষ্টির মাঝে বাড়ি ভেঙে পড়লেও বাড়ির এক কোণে বসে ছেলে কোলে নিয়ে এক অসহায় মা। প্রশাসনের উপর রাগে ক্ষোভে বাড়ির ভেতরে দেয়াল চাপা পড়ে মরতে রাজি এক বৃদ্ধা। তবু তাঁর বাড়ি ছাড়তে রাজি নয় সে- কেননা তাঁর আর থাকার জায়গা নেই। 

আরও পড়ুন: https://tribetv.in/Trinamool-MP-Shatrughan-Sinha-said-that-the-impact-of-doctors-movement-should-not-fall-on-poor-people

গোকুলনগর সহ জয়পুর ব্লকের হেতিয়া গ্রাম পঞ্চায়েত ডিহা ভগলদিঘি, গেলিয়া গ্রাম পঞ্চায়েত সুখ জোড়া, ও শ্যামনগর গ্রাম পঞ্চায়েতের জয়গোরিয়া ও জগনাথপুর গ্রাম পঞ্চায়েতের আঙারিয়া সহ একাধিক গ্রাম পঞ্চায়েতের একাধিক গ্রামের বাড়ি ভাঙার খবর পাওয়া যাচ্ছে। পাশাপাশি বেলা যেতেই জলমগ্ন হয়ে পড়েছে বেশ কয়েকটি গ্রামীন এলাকার কৃষি জমি। জয়পুর ব্লকের পাশাপাশি বাড়ি ভাঙার খবর আসছে কোতুলপুর ব্লক থেকেও। এখন পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, কোতুলপুর ব্লকের কোটাল দিঘির ধক পাড়াতে ১টি বাড়ি ভাঙার খবর পাওয়া গিয়েছে। দিনের পর দিন বছরের পর বছর প্রধানমন্ত্রী আবাস যোজনায় বলুন অথবা বাংলার আবাস যোজনা। কোনও যোজনায় মেলেনি সরকারি বাড়ি। এভাবেই ভাঙা বাড়িতে দিনের পর দিন বসবাস করছেন গ্রামীন এলাকার মানুষজন।

আরও পড়ুন: https://tribetv.in/congress-leader-allegedly-Murdered-in-Maldaha

তাঁরা বলছেন কষ্টের কথা শোনার কেউ নেই। আধিকারিকদের জানালেও কাজের কাজ কিছুই করতে চান না তাঁরা। এই মত অবস্থায় ৩দিন ধরে প্রবল বৃষ্টিতে নাজেহাল মানুষজন। এখন এই পরিবারগুলি বাড়ি ছেড়ে যাবে কোথায়? এখন পর্যন্ত প্রশাসন কোনও ব্যবস্থা গ্রহন করেনি। নেয়নি কোনও খোঁজখবর। এমনই অভিযোগ, বাড়িহারা জয়পুর ব্লকের গোকুলনগর সহ একাধিক গ্রামের  পরিবারগুলি।