Sandip Ghosh: অস্বস্তিতে সন্দীপ ঘোষ, আরজি করের প্রাক্তন অধ্যক্ষের আবেদন খারিজ সুপ্রিম কোর্টে

আরজি কর হাসপাতালে একাধিক দুর্নীতি ও আর্থিক দুর্নীতির বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের সিঙ্গেল বেঞ্চ। বিস্তারিত জানুন...

Sandip Ghosh: অস্বস্তিতে সন্দীপ ঘোষ, আরজি করের প্রাক্তন অধ্যক্ষের আবেদন খারিজ সুপ্রিম কোর্টে

রিমিক মাঝি, কলকাতা: সুপ্রিম কোর্টে ধাক্কা সন্দীপ ঘোষের। আরজি কর হাসপাতালে দুর্নীতিতে কলকাতা হাইকোর্টের সিবিআই তদন্তের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ। কিন্তু শুক্রবার কলকাতা হাইকোর্টের সিবিআই তদন্তের নির্দেশে হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট। সন্দীপ ঘোষের আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট।

আরজি কর হাসপাতালে একাধিক দুর্নীতি ও আর্থিক দুর্নীতির বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের সিঙ্গেল বেঞ্চ। হাইকোর্টের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। শুক্রবার সন্দীপ ঘোষের সেই আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ।

আরও পড়ুন: https://tribetv.in/East-West-Metro-railway-work-stopped-in-Durga-Pituri-Lane-of-Bowbazar-due-to-water-leakage

এই মুহূর্তে এই মামলার আলাদা কোনও গুরুত্ব নেই বলে জানিয়ে সন্দীপ ঘোষের আবেদন খারিজ করে দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। তবে আর্থিক দুর্নীতির তদন্তে সিবিআইকে আলাদা করে স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। শুক্রবার এই মামলার প্রধান বিচারপতি জানান, হাইকোর্টের নজরদারিতে তদন্ত চলছে। সিবিআই তদন্তের উপর এখনই তারা হস্তক্ষেপ করছে না। এই ঘটনার তদন্ত যে স্বচ্ছ ভাবে হচ্ছে, তা নিশ্চিত করতে হবে কলকাতা হাই কোর্টকে। আরজি করে আর্থিক দুর্নীতি তদন্তে নেবে ইতিমধ্যে সন্দীপ ঘোষ কে আটক করেছে সিবিআই।