সাতসকালে বোমাবাজি, মালদহে মৃত কংগ্রেস নেতা

চার-পাঁচজন দুষ্কৃতী মুখ ঢাকা অবস্থায় তার বাবাকে লক্ষ্য করে গুলি চালায় ও পরপর দুটি বোমা ছোঁড়ে। সেই বোমার আঘাতে তার বাবা ঘটনাস্থলেই প্রাণ হারান। জানুন বিস্তারিত...

সাতসকালে বোমাবাজি, মালদহে মৃত কংগ্রেস নেতা
file image

ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: রবিবার সাত সকালে মালদহে প্রকাশ্য দিবালোকে জনবহুল এলাকায় ঘটল এক মর্মান্তিক ঘটনা। দুষ্কৃতীদের ছোঁড়া পরপর দুটি বোমার আঘাতে ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে প্রাণ হারালেন মানিকচকের গোপালপুর অঞ্চলের কংগ্রেস নেতা সেখ সাইফুদ্দিন। ঘটনায় অভিযোগের আঙুল উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে। 

মৃত কংগ্রেস নেতার ছেলের অভিযোগ, এদিন সকাল ৯টা নাগাদ তার বাবা মানিকচকের ধরমপুর স্ট্যান্ডের কাছে বাজার করতে গিয়েছিলেন। ওই সময় চার-পাঁচজন দুষ্কৃতী মুখ ঢাকা অবস্থায় তার বাবাকে লক্ষ্য করে গুলি চালায় ও পরপর দুটি বোমা ছোঁড়ে। সেই বোমার আঘাতে তার বাবা ঘটনাস্থলেই প্রাণ হারান। তার আরও অভিযোগ এই ঘটনায় গোপালপুর অঞ্চল তৃণমূলের সভাপতি সেখ নাসিরের আশ্রিত দুষ্কৃতীরা জড়িত। 

আরও পড়ুন: https://tribetv.in/r-g-kar-protestors-shout-slogans-against-tala-oc-abhijit-Mondal

তারাই কংগ্রেস নেতাকে প্রকাশ্য দিবালোকে জনবহুল বাজারের মধ্যে খুন করেছে বলে দাবি পরিবারের, বিগত কয়েক বছর ধরে এই দুই পরিবারের মধ্যে বিবাদ গত পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেস নেতা শেখ সাইফুদ্দিনের ভাইপোকে খুন করার অভিযোগও দায়ের হয় তৃণমূল অঞ্চল সভাপতি এর বিরুদ্ধে। মালদার মানিকচকের ঘটনার খবর পেয়ে মালদা জেলা কংগ্রেসের সভাপতি ও প্রাক্তন সাংসদ আবু হাসান খান চৌধুরী সহ কংগ্রেস নেতারা ঘটনাস্থলে পৌঁছন, এবং মৃতদেহ রাস্তায় রেখে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন কংগ্রেস নেতাকর্মীরা, রাজ্যের আইন-শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছেন তারা প্রকাশ্য দিবালোকে তাদের এক কর্মীকে খুন করে দেওয়া হল এই এই নিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন কংগ্রেস কর্মীরা।