সুরাপ্রেমীদের জন্য দুঃসংবাদ, বন্ধ সমস্ত মদের দোকান

রাজ্যে ভোটে কোনও অপ্রীতিকর পরিস্থিতি আটকাতে বদ্ধপরিকর কমিশন। নিয়মমাফিক ভোটের ৪৮ ঘন্টা আগে থেকে বন্ধ মদের দোকান। জানুন বিস্তারিত...

সুরাপ্রেমীদের জন্য দুঃসংবাদ, বন্ধ সমস্ত মদের দোকান
ফাইল চিত্র

ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: উইকেন্ডেই দুঃসংবাদ সুরাপ্রেমীদের জন্য। ৩ দিন বন্ধ সমস্ত মদের দোকান। বৃহস্পতিবার সন্ধে থেকে তালা পড়ল কলকাতা সহ তিন জেলায় মদের দোকানে। 

রাত পোহালেই রাজ্যে সপ্তম দফা নির্বাচন। কলকাতার দুই কেন্দ্র সহ রাজ্যের ৯ কেন্দ্রে নির্বাচন। ভোট রয়েছে কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ, ডায়মন্ড হারবার, বসিরহাট, বারাসত, জয়নগর, মথুরাপুর, যাদবপুর, দমদম কেন্দ্রে। রাজ্যে ভোটে কোনও অপ্রীতিকর পরিস্থিতি আটকাতে বদ্ধপরিকর কমিশন। নিয়মমাফিক ভোটের ৪৮ ঘন্টা আগে থেকে বন্ধ মদের দোকান। আওতায় আসে বারগুলিও। ঠিক এই কারণেই শহর কলকাতা সহ দক্ষিণ ২৪ পরগনা ও উত্তর ২৪ পরগনাতে রবিবার পর্যন্ত বন্ধ সমস্ত মদের দোকান। 

আরও পড়ুন: https://tribetv.in/Thunderstorm-heavy-Rain-alert-in-West-bengal-On-Lok-Sabha-Election-2024

কলকাতা, দক্ষিণ ২৪ পরগনা ও উত্তর ২৪ পরগনাতে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে বন্ধ সমস্ত মদের দোকান। ৩১ তারিখ শুক্রবার দিনভর তা বন্ধ থাকবে এবং ১ জুন ভোট চলাকালীন বন্ধ থাকবে মদের দোকান। অর্থাৎ ৪৮ ঘণ্টা শহর কলকাতা থেকে শুরু করে উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনার সমস্ত মদের দোকান বন্ধ থাকবে।

১ জুন রাজ্যে শেষ দফায় নির্বাচন। লোকসভার ফলাফল ঘোষণা ৪ জুন। ভোটের ফলাফল ঘোষণার দিনও রাজ্যের সমস্ত জেলায় মদের দোকান বন্ধ থাকতে চলেছে।