Bangladesh News: অশান্ত বাংলাদেশ, দেশে ফিরল সাড়ে চার হাজার ভারতীয় পড়ুয়া

এখনও পর্যন্ত সাড়ে চার হাজারের বেশি ভারতীয় পড়ুয়াকে দেশে ফেরানো হয়েছে, এমনই খবর জানানো হয়েছে ভারতের বিদেশ মন্ত্রকের তরফে। শুধু ভারতীয় নয়, নেপাল, ভুটান, মালদ্বীপের পড়ুয়ারাও অশান্ত বাংলাদেশ থেকে ভারতে চলে আসছেন। জানুন বিস্তারিত...

Bangladesh News: অশান্ত বাংলাদেশ, দেশে ফিরল সাড়ে চার হাজার ভারতীয় পড়ুয়া
কোটা সংস্কার আন্দোলনে অগ্নিগর্ভ বাংলাদেশ।।

ট্রাইব টিভি বাংলা ডিজিটাল:  কোটা সংস্কার আন্দোলন নিয়ে এখনও উত্তপ্ত বাংলাদেশ। রবিবারই সেদেশের সুপ্রিম কোর্ট রায় দেয়, দেশের সরকারি চাকরির ক্ষেত্রে মোট সাত শতাংশ সংরক্ষণ থাকবে। তার মধ্যে পাঁচ শতাংশ সংরক্ষণ থাকবে মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য। দুই শতাংশের মধ্যে ১ শতাংশ থাকবে অন্য অনগ্রসর শ্রেণির জন্য, বাকি ১ শতাংশ হবে প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গের জন্য সংরক্ষিত। ৯৩ শতাংশ নিয়োগই হবে মেধার ভিত্তিতে। আর তারপরও কমেনি ক্ষোভের আগুন। জ্বলছে বাংলাদেশ। পদ্মাপারের অগ্নিগর্ভ পরিস্থিতির মধ্যেই প্রাণ হাতে নিয়ে দেশে ফিরছেন বহু ভারতীয় পড়ুয়া। 

এখনও পর্যন্ত সাড়ে চার হাজারের বেশি ভারতীয় পড়ুয়াকে দেশে ফেরানো হয়েছে, এমনই খবর জানানো হয়েছে ভারতের বিদেশ মন্ত্রকের তরফে। শুধু ভারতীয় নয়, নেপাল, ভুটান, মালদ্বীপের পড়ুয়ারাও অশান্ত বাংলাদেশ থেকে ভারতে চলে আসছেন। কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া আন্দোলনকে কেন্দ্র করে অশান্ত হয়ে ওঠে ভারতের পড়শি দেশ। বাংলাদেশের বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা পথে নেমে আন্দোলনে শামিল হন। সেই আন্দোলনের তেজ ক্রমশ বৃদ্ধি পেতে থাকে। আর সেই আন্দোলনকে নিয়ন্ত্রণ করতে কঠোর পদক্ষেপ করে শেখ হাসিনার সরকার। পুলিশের সঙ্গে সেনা নামানো হয় ঢাকার রাস্তায়। সেনা ট্যাঙ্কও টহল দিচ্ছে।

এমন পরিস্থিতিতে আতঙ্কিত হয়ে পড়েন সে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়তে যাওয়া বিদেশি পড়ুয়ারা। বাড়ি ফেরার চেষ্টা শুরু করেন তাঁরা। তাঁদের মধ্যে অধিকাংশই ভারতীয়। বিষয়টি নজরে আসতেই তৎপর হয় ভারত সরকার। সে দেশের ভারতীয় দূতাবাস যোগাযোগ শুরু করে পড়ুয়াদের সঙ্গে। ধাপে ধাপে তাঁদের ভারতে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়। রবিবার বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়, এখনও পর্যন্ত সাড়ে চার হাজারের বেশি পড়ুয়া ভারতে ফিরে এসেছেন। দূতাবাস তাঁদের নিরাপত্তা সুনিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ করেছে। বাংলাদেশের নির্দিষ্ট কিছু অভিবাসন কেন্দ্র থেকে স্থলপথে দেশে ফেরানো হয়েছে ভারতীয়দের একাংশকে। বাকিদের বিমানে করে উড়িয়ে নিয়ে আসা হচ্ছে।

আরও পড়ুন: https://tribetv.in/TMC-campaign-saw-the-number-increase-in-the-Kolkata-Metro-On-21-July

মন্ত্রক আরও জানিয়েছে, বাংলাদেশের অসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এবং বিমান সংস্থাগুলির সঙ্গে নিয়মিত যোগাযোগ করা হচ্ছে। বাকি পড়ুয়াদেরও দ্রুত ফিরিয়ে আনা হবে। অন্যদিকে, গত বুধবার থেকে বাংলাদেশজুড়ে ছড়িয়ে পড়া ছাত্র সংঘর্ষে বিক্ষোভের আঁচ পড়েছে পেট্রাপোল সীমান্তেও। বন্ধ রফতানি। গত শনিবার সকালে ৩৫টি ট্রাক যায় বাংলাদেশে। তারপরই বাংলাদেশে রফতানি বন্ধ করে দেয় ল্যান্ড পোর্ট অথরিটি।

আরও পড়ুন: https://tribetv.in/Mamata-Banerjee-talk-about-Bangladesh-Situation-from-21-July-TMC-rally

সীমান্ত বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন দরকারি কাজে ভারতে আসা বহু বাংলাদেশী। প্রয়োজনীয় কাজ কাটছাঁট করে দেশে ফিরতে গিয়েও বিপাকে পড়েছেন তারা। ইন্টারনেট সংযোগ না থাকায় দেশে পরিবার পরিজনদের সঙ্গে যোগাযোগ বিছিন্ন হয়ে পড়েছেন ভারতে ঘুরতে আসা সেদেশের বাসিন্দারা। এই অবস্থায় যান চলাচল বন্ধ থাকায় স্থলপথ দিয়ে ঢাকায় ফেরাও কার্যত অনিশ্চিত হয়ে পড়েছে তাঁদের। তবে সব মিলিয়ে এখন দেখার আন্দোলনকারী পড়ুয়াদের দাবিদাওয়া মিটিয়ে অশান্ত পদ্মাপারে কবে শান্তি ফেরে।