বাস থেকে পড়ুয়াকে নামাতে ভুলে গেলেন চালক, খুদেকে স্কুলে পৌঁছে দিল ত্রাতা সার্জেন্ট

দীর্ঘক্ষণ আটকে থাকার পর বন্ধ বাসের দরজা ভেঙে খুদে পড়ুয়াকে উদ্ধার করেন কর্মরত দুই সার্জেন্ট। বাস চালকের দাবি, বাচ্চাটি ঘুমিয়ে পড়েছিল, তিনি সেটা খেয়াল করেননি।

বাস থেকে পড়ুয়াকে নামাতে ভুলে গেলেন চালক,  খুদেকে স্কুলে পৌঁছে দিল  ত্রাতা সার্জেন্ট
খুদে পড়ুয়াকে উদ্ধার করল পুলিশ (ফাইল চিত্র)

ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: স্কুল বাসে আটকে এক খুদে পড়ুয়া। স্কুলে যাওয়ার পথে বাসেই ঘুমিয়ে পড়েন, খেয়ালই করেনি বাস চালক। দীর্ঘক্ষণ আটকে থাকার পর বন্ধ বাসের দরজা ভেঙে খুদে পড়ুয়াকে উদ্ধার করেন কর্মরত দুই সার্জেন্ট। 

বৃহস্পতিবার একটি বাস থেকে ভেসে আসে কান্নার শব্দ। বাসটি লিটল টেরেসা নার্সারি স্কুলের। তড়িঘড়ি বাসটির সামনে গিয়ে পৌঁছায় ওই এলাকায় কর্মরত দুই সার্জেন্ট। বাসটির কাছে পৌঁছতেই দেখতে পান ভিতরে আটকে রয়েছে এক খুদে ছাত্রী। রীতিমতো কান্নাকাটি করছিল ওই পড়ুয়া। বাস চালকের খোঁজ না মেলায় সময় নষ্ট না করে কর্মরত দুই সার্জেন্ট বন্ধ বাসের দরজা ভেঙে উদ্ধার করেন মেয়েটিকে। 

আরও পড়ুন: https://www.tribetv.in/Kolkata-police-stf-officers-rahul-dey-appointed-as-dc-south-west-of-kolkata

বিদ্যাসাগর ট্রাফিক গার্ডের সার্জেন্ট অরিত্র মুখার্জি ও পলাশ হালদার। বাকি দিনের মতই বৃহস্পতিবার লিটল টেরেসা নার্সারি স্কুলের সামনে যানবাহন নিয়ন্ত্রণের দায়িত্বে ছিলেন। হঠাৎই লিটল টেরেসা নার্সারি স্কুলের একটি বাস দেখে তাঁদের সন্দেহ হয়। তারপরই নার্সারির পড়ুয়া মনুশ্রী রায়কে দেখতে পান তাঁরা। হাওড়া শিবপুরের বাসিন্দা মনুশ্রী রায়। 

পুলিশ সূত্রে খবর, ঘটনার কিছুক্ষণের মধ্যেই বাস চালককে খুঁজে বের করে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে স্কুলের প্রধান শিক্ষিকার কাছে নিয়ে যাওয়া হলে বাস চালক সেখানে নিজের ভুল স্বীকার করেন। বাস চালকের দাবি, বাচ্চাটি ঘুমিয়ে পড়েছিল, তিনি সেটা খেয়াল করেননি।