ঘুড়ি নিয়ে বচসার জের! প্রতিবেশীর হাতে মর্মান্তিক পরিণতি নাবালকের
চাঞ্চল্যকর এই ঘটনায় বালুরঘাট শহরের ১৭ নম্বর ওয়ার্ডের এ কে গোপালন কলোনি এলাকার উত্তেজিত জনতা অভিযুক্ত মানস সিং এর বাড়িতে ভাঙচুর চালায়।

ট্রাইব টিভি ডিজিটাল: বীরভূমের পর এবার বালুরঘাট। ঘুড়ি ওড়ানো নিয়ে বচসার জেরে নাবালক শিশুকে অপহরণ করে খুন করার অভিযোগ উঠল প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে, দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট শহরের ১১ নম্বর ওয়ার্ডের একে গোপালন কলোনি এলাকায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, অপহৃত শিশুকে রবিবার সন্ধ্যে নাগাদ আত্রাই খারি থেকে বস্তাবন্দী অবস্থায় উদ্ধার করা হয়। ঘটনায় এলাকায় জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে ছুটে আসে বিশাল পুলিশবাহিনী সহ র্যাফ। পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে রবিবার বিকেলে অভিযুক্ত মানস সিংকে গ্রেফতার করা হয়। এরপর তার বিবরণ থেকেই মৃতদেহটি উদ্ধার করা হয় ওই শিশুর বাড়ির পেছনে অবস্থিত আত্রাই খারী এলাকা থেকে।
এদিকে চাঞ্চল্যকর এই ঘটনায় বালুরঘাট শহরের ১৭ নম্বর ওয়ার্ডের এ কে গোপালন কলোনি এলাকার উত্তেজিত জনতা অভিযুক্ত মানস সিং এর বাড়িতে ভাঙচুর চালায়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যেবেলায় বছর ৮'এর দীপ হালদার বাড়িতে না ফেরায় পরিজনেরা খোঁজাখুঁজি শুরু করেন। কিন্তু নাবালককে কোথাও খুঁজে না পাওয়ায় তাঁরা বালুরঘাট থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই শিশুকে শনিবার রাতেই খুন করে অভিযুক্ত মানস সিং। এরপরে ওই শিশুটিকে পাঁ ও হাত বেঁধে বস্তায় ভরে বাড়ির পাশেই খাঁড়ির ঝোপে ফেলে দেওয়া হয়। রবিবার সন্ধ্যা নাগাদ বাড়ির পাশেই আত্রেয়ী খাঁড়িতে ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
এদিকে উত্তপ্ত জনতা সকলেই ওই অভিযুক্তদের ফাঁসির দাবি জানিয়েছে। অভিযুক্তের বাড়ি ভাঙচুরের পাশাপাশি থানায় এসেও বিক্ষোভ দেখায় জনতা। এরপর পুলিশ অভিযুক্ত মানস সিংকে গ্রেফতার করে। এরপর এলাকার স্থানীয় বাসিন্দারা থানায় এসে বিক্ষোভ দেখাতে শুরু করেন। যদিও পরে পুলিশি আশ্বাসের পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়।