ডাল রান্না করেনি মা, অভিমানে আত্মঘাতী যুবক 

সোমবার রাতে  বাড়ির খাবার নিয়ে মায়ের সঙ্গে সূর্যের সামান্য কথা কাটাকাটি হয়। এরপর অভিমানে সে রাতের খাবার না খেয়ে ঘুমিয়ে পড়ে।

ডাল রান্না করেনি মা, অভিমানে আত্মঘাতী যুবক 

ট্রাইব টিভি ডিজিটাল: মায়ের সঙ্গে রাতের খাবার নিয়ে কথা কাটাকাটির জের। অভিমানে আত্মঘাতী হল বছর ১৮-এর এক যুবক। পুলিশ সূত্রে খবর, মৃত যুবকের নাম সূর্য মন্ডল(১৮)। বাড়ি মালদহ জেলার ইংরেজবাজার থানার নতুন মহেশপুর এলাকায়।

পুলিশ ও মৃতের পরিবার সূত্রে খবর, অন্যান্য দিনের মতো সোমবার রাতে  বাড়ির খাবার নিয়ে মায়ের সঙ্গে সূর্যের সামান্য কথা কাটাকাটি হয়। এরপর অভিমানে সে রাতের খাবার না খেয়ে ঘুমিয়ে পড়ে। মঙ্গলবার সকালে পরিবারের সদস্যরা  বাড়ির ছাদের উপরে তাঁর ঝুলন্ত দেহ দেখতে পান। তড়িঘড়ি খবর দেওয়া হয় ইংরেজি বাজার থানার পুলিশকে। পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। 

এদিকে চাঞ্চল্যকর এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মৃতের পরিবার সহ গোটা গ্রামে। এই বিষয়ে পরিবারের এক সদস্য জানান, সোমবার রাতে তাঁর মাকে খাবারের জন্য ডাল রান্না করতে বলেছিলেন ওই যুবক। কিন্তু তাঁর মা ডাল রান্না না করে দেওয়াই মায়ের সঙ্গে সামান্য কথা কাটাকাটি হয় ওই যুবকের। আর এই ঘটনাকে কেন্দ্র করে অভিমানে সে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে বলেই পরিবারের অনুমান। যদিও গোটা বিষয়টি খতিয়ে দেখে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। 

অন্যদিকে, পাড়াতে দুস্কৃতীমূলক কাজে মদত না দেওয়ায় এক স্কুল ছাত্রকে বেধরক মারধরের অভিযোগ। আহতর ডান চোখ ও মাথায় গুরুত্বর আঘাত লেগেছে বলে জানা গিয়েছে। বর্তমানে আহত ওই ছাত্র মালদহ মেডিক্যালে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে মালদহের মোথাবাড়ি মেহেরাপুর এলাকায়। ঘটনায় অভিযোগ দায়ের থানায়। তদন্তে নেমে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। 
          

জানা গিয়েছে, আহত ওই ছাত্রের নাম তাজদীর শেখ(১৪)। বাড়ি ওই এলাকাতেই। সে স্থানীয় গঙ্গাধর স্কুলের নবম শ্রেণীতে পড়াশোনা করে। অভিযুক্ত রোহিত শেখ,রাজু শেখ সহ পাঁচজন। এদিন আহত জানান,পাড়াতে রোহিত ও রাজু দলবল নিয়ে শিক্ষক দিবসের দিন স্কুলের ভিতরে ঢুকে কাজ করে। বিষয়টি প্রকাশ্যে চলে আসে।

অভিযুক্তদের সন্দেহ তাজদীর ঘটনাটি গ্রামে প্রকাশ্যে নিয়ে আসে। এরপরই তাজদীরকে মারার চক্রন্ত শুরু করে রোহিত ও রাজুর দলবল। সোমবার শিক্ষক দিবসের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য সাইকেল নিয়ে স্কুলের ভিতরে যখন ঢোকে সেই সময় রোহিত ও রাজু দলবল দিয়ে তাজদীপকে বেধরক মারধর করে। বিষয়টি দেখতে পেয়ে স্থানীয়রা ছুটে আসতেই অভিযুক্তরা পালিয়ে যায়।