West Midnapore News: BJP নেতার গাড়িতে ২৪ লক্ষ! ভোটের ২৪ ঘণ্টা আগে ফাঁপরে গেরুয়া শিবির

নির্বাচনের পরেও রাজ্যে থাকবে ৩২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। গত বিধানসভা নির্বাচনের পর রাজ্যজুড়ে হিংসার ঘটনায় ৬০ জনেরও বেশি রাজনৈতিক বিভিন্ন দলের কর্মীদের নিহত হওয়ার ঘটনা ঘটেছে। জানুন আরও...

West Midnapore News: BJP নেতার গাড়িতে ২৪ লক্ষ! ভোটের ২৪ ঘণ্টা আগে ফাঁপরে গেরুয়া শিবির
পুলিশের হাতে বাজেয়াপ্ত নগদ ২৪ লক্ষ টাকা।।

ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: নির্বাচনের আর মাত্র বাকি ২৪ ঘণ্টা। তার আগেই নাকা চেকিংয়ে উদ্ধার বিপুল পরিমাণ টাকা। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার দাশপুরের খুকুরদহ এলাকায়। শনিবার তমলুক সহ ৮ কেন্দ্রে ভোট থাকায় নিরাপত্তা ব্যবস্থায় জোর দিতে সকাল থেকেই বিভিন্ন রাস্তারব মোড়ে মোড়ে চলছিল পুলিশের নাকা চেকিং। সেই সময় দাশপুরের খুকুরদহ এলাকায় চেকিংয়ের জন্য একটি ছোটো গাড়ি দাঁড় করায় পুলিশ। আর তারপরই প্রকাশ্যে আসে চাঞ্চল্যকর তথ্য। 

পুলিশ সূত্রে খবর, এদিন নাকা চেকিংয়ের সময় একটি ছোটো গাড়ির ভিতর থাকা ব্যাগ থেকে উদ্ধার বান্ডিল বান্ডিল টাকা। যার পরিমাণ ২৪ লক্ষ টাকা ছিল বলেই দাবি পুলিশের। শুধু তাই নয়, সেই সময় গাড়িতে বসে ছিলেন প্রশান্ত বেরা নামে এক ব্যক্তি। সূত্রের খবর, ওই ব্যক্তি গত বিধানসভা নির্বাচনে BJP প্রার্থী ছিলেন। তবে এত পরিমাণ বিপুল টাকার উৎস কী? তার সঠিক কারণ বা ব্যাখ্যা কিছুই দিতে পারেননি ঐ ব্যক্তি। এমনকি ওই টাকার উৎস জানাতে কোনও বৈধ স্লিপ বা নথিও পুলিশকে দেখাতে পারেননি বিজেপি নেতা প্রশান্ত বেরা।  অন্যদিকে এই ঘটনায় বিজেপি নেতা প্রশান্ত বেরার তরফে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি। 

অন্যদিকে, নির্বাচনের পরেও রাজ্যে থাকবে ৩২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। গত বিধানসভা নির্বাচনের পর রাজ্যজুড়ে হিংসার ঘটনায় ৬০ জনেরও বেশি রাজনৈতিক বিভিন্ন দলের কর্মীদের নিহত হওয়ার ঘটনা ঘটেছে। আহতও হয়েছেন শতাধিক কর্মী। অর্থাৎ ভোট পরবর্তী হিংসার ঘটনা দেখা গিয়েছে এর আগের নির্বাচনগুলিতে। তাই আগের ঘটনা থেকে শিক্ষা নিয়ে বড় পদক্ষেপ নিল এবার নির্বাচন কমিশন।

আরও পড়ুন: https://tribetv.in/West-Bengal-Police-and-CID-reveals-the-latest-update-of-bangladesh-mp-murder-case

নির্বাচনের পরেও বাংলায় ৩২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার রিপোর্টে ২০২৪-এর লোকসভা নির্বাচনের পরে রাজ্যে হিংসার সম্ভাবনা রয়েছে। রাজ্য থেকে কেন্দ্রীয় বাহিনী সরিয়ে দিলেই সংঘর্ষ শুরু হতে পারে বলে আশঙ্কা রয়েছে। সূত্রের খবর, ৪ঠা জুন লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পরে, প্রায় ৩০ দিনের জন্য রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে।  সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে CISF, CRPF, BSF এবং SSB সহ কেন্দ্রীয় বাহিনীর 320 টি কোম্পানি রাজ্যের নির্বাচিত এলাকায় মোতায়েন করা হবে।

আরও পড়ুন: https://tribetv.in/Police-allegedly-arrested-4-persons-due-to-allegation-of-creating-chaos-at-nandigram-areas

এই বিষয়ে এক সিআইএসএফ কর্তা বলেন, পরিস্থিতির উপর নির্ভর করে বাহিনীকে ৩০ দিনের বেশি রাখা যেতে পারে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়কেও এই তথ্য জানানো হয়েছে। ইতিহাসের থেকে শিক্ষা নিয়েই দেশের জাতীয় নির্বাচন কমিশন এবার এই সিদ্ধান্ত নিয়েছে বলে নির্বাচন কমিশন সূত্রে খবর।