Jyotipriya Mallick News: গ্রেফতার জ্যোতিপ্রিয় মল্লিক, ED স্ক্যানারে মন্ত্রীর মোবাইল

বিধায়ক থেকে মন্ত্রী পদে আসীন হওয়া পর্যন্ত লাফিয়ে লাফিয়ে বেড়েছে প্রাক্তন খাদ্যমন্ত্রীর সম্পত্তির বহর। আরও জানতে বিস্তারিত পড়ুন...

Jyotipriya Mallick News:  গ্রেফতার জ্যোতিপ্রিয় মল্লিক, ED স্ক্যানারে মন্ত্রীর মোবাইল
বাড়ি থেকে ইডি দফতরে নিয়ে যাওয়া হচ্ছে জ্যোতিপ্রিয়কে (নিজস্ব চিত্র)

ট্রাইব টিভি ডিজিটাল: রেশন বণ্টন দুর্নীতি মামলায় গ্রেফতার জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriyas Mallick) । ২০ ঘণ্টা ইডির (ED) ম্যারাথন জিজ্ঞাসাবাদ-তল্লাশির পর গ্রেফতার প্রাক্তন খাদ্যমন্ত্রী। শুক্রবার ভোররাত ৩.২৩ মিনিটে সল্টলেকের বাড়ি থেকে গ্রেফতার করা হয় জ্যোতিপ্রিয়কে। এদিকে ইডির হাতে গ্রেফতারের পর শুক্রবার ভোরবেলা CGO কমপ্লেক্সে যাওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রাক্তন খাদ্যমন্ত্রী বলেন, ''ষড়যন্ত্রের শিকার, শুভে্নদু বিজেপির পরিকল্পিত ষড়যন্ত্র।'

পুজো শেষ হতেই দুর্নীতির জট খুলতে আসরে নেমে পড়েছে কেন্দ্রীয় গোয়েন্দারা (ED)। বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টা নাগাদ জ্যোতিপ্রিয় মল্লিকের পৈতৃক বাড়ি সহ একযোগে ৮ জায়গায় তল্লাশি চালিয়েছিল ইডি। ইডি স্ক্যানারে রয়েছে প্রাক্তন তথা বর্তমান বনমন্ত্রীর আপ্ত সহায়ক অমিত দে'ও। আজ ভোররাতে রেশন বণ্টন দুর্নীতি মামলায় তাঁকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। হাবড়ার বিধায়ক জ্যোতিপ্রিয় রাজ্যের বনমন্ত্রীও। এরকম এক হেভিওয়েট নেতার গ্রেফতারিতে শোরগোল রাজ্যজুড়ে। তৈরি হয়েছে রাজনৈতিক তরজাও। 

প্রসঙ্গত, বিধায়ক থেকে মন্ত্রী পদে আসীন হওয়া পর্যন্ত লাফিয়ে লাফিয়ে বেড়েছে প্রাক্তন খাদ্যমন্ত্রীর সম্পত্তির বহর। ২০২১ সালে নির্বাচন কমিশনে জ্যোতিপ্রিয় মল্লিক যে হলফনামা জমা দেন, তাতে ২০১৫-১৬ সালে তাঁর রোজগার ছিল ২,৪০,৯১৭ টাকা। ২০১৬-১৭ সালে তা বেড়ে হয় ১১,৯৮,১৪৮ টাকা। ২০১৭-১৮ সালে ১২,৪০,২৫৫ টাকা। ২০১৮-১৯ সালে ৫১,৯৩৫৭৬ টাকা। ২০১৯-২০ সালে ৪০,২১,৯১০ টাকা। হলফনামা বলছে, ২০১৯-২০ অর্থবর্ষে জ্যোতিপ্রিয়র আয়কর দফতরকে দেওয়া হিসাব অনুযায়ী রোজগার ৪০ লক্ষ টাকা। স্ত্রীর আয় ১৮ লক্ষ টাকা। জ্যোতিপ্রিয়র নিজের নামে ১৪টি ব্যাঙ্ক অ্য়াকাউন্ট। স্ত্রীর নামে ৭টি। জ্যোতিপ্রিয়র ১২টি ফিক্সড ডিপোজিটেরও উল্লেখ রয়েছে হলফনামায়। অস্থাবর সম্পত্তির পরিমাণ ৩ কোটি টাকার উপরে। স্ত্রীর নামে অস্থাবর সম্পত্তি রয়েছে ২ কোটি টাকার উপরে। সব মিলিয়ে জ্যোতিপ্রিয় বিপুল অঙ্কের সম্পত্তি এল কোথা থেকে তা জানতে বাকিবুরকে মুখোমুখি বসিয়য়ে জিজ্ঞাসাবাদ করতে চাই ইডি।