১২৪ বছরের রেকর্ড ভেঙে নয়া কীর্তি মনুর, ভারতের ঝুলিতে দ্বিতীয় পদক

শেষ পর্যন্ত বড় ব্যবধানে কোরিয়াকে হারিয়ে ভারতকে চলতি অলিম্পিকের দ্বিতীয় পদক এনে দিলেন মনু-সরবজ্যোৎ। জানুন বিস্তারিত...

১২৪ বছরের রেকর্ড ভেঙে নয়া কীর্তি মনুর, ভারতের ঝুলিতে দ্বিতীয় পদক
file image

ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: অলিম্পিক্সে ফের পদক জয় ভারতের। ১০ মিটার এয়ার পিস্তল মিক্স ইভেন্টে ব্রোঞ্জ জিতল মনু-সরবজ্যোৎ জুটি। স্বাধীন ভারতের প্রথম ভারতীয় হিসেবে নয়া কীর্তি গড়ল মনু ভাকের। মনুর হাত ধরে ভারতের ঝুলিতে এল আরও এক পদক। দক্ষিণ কোরিয়াকে তাঁরা হারিয়ে দিলেন ১৬-১০ স্কোরে।
 
প্যারিস অলিম্পিক্সে মঙ্গলবার দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে প্রথম সিরিজে পয়েন্ট হারিয়েছিল ভারত। পরের চারটি সিরিজে জিতে এগিয়ে যান মনুরা। মনে হচ্ছিল সহজেই জিতবেন তাঁরা। কিন্তু কোরিয়া ম্যাচে ফিরে আসে। তারা লড়াই করছিল। যদিও কখনওই ভারতকে টপকে এগিয়ে যেতে পারেনি। প্রথম পাঁচ শটের পর ব্রোঞ্জ পদক নিশ্চিত করে ফেলে ভারত। মাঝখানে কয়েকটা শট খারাপ হলেও লাগাতার ১০এর বেশি স্কোর করেছেন মনুরা। শেষ পর্যন্ত বড় ব্যবধানে কোরিয়াকে হারিয়ে ভারতকে চলতি অলিম্পিকের দ্বিতীয় পদক এনে দিলেন মনু-সরবজ্যোৎ। 

আরও পড়ুন: https://tribetv.in/A-Young-girl-Murdered-her-Mother-with-her-Boy-friend-for-Relationship-Problem

রবিবার ১০ মিটার এয়ার পিস্তলের ব্যক্তিগত বিভাগে ভারতের জন্য ব্রোঞ্জ এনেছিল মনু ভাকের। এবার একই অলিম্পিক্সে দু’টি পদক জয়ের কীর্তি গড়লেন তিনি। এর আগে ভারতের সুশীল কুমার এবং পিভি সিন্ধুর অলিম্পিক্সে দু’টি পদক জয়ের নজির ছিল। কিন্তু একই অলিম্পিক্সে একাধিক পদক জিততে পারেননি তাঁরা। সেই কাজটাই করে দেখালেন মনু।