বেআইনি নির্মাণে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি, বেহাল পুর-পরিষেবা নিয়ে ক্ষুদ্ধ মুখ্যমন্ত্রী

আঁচটা পাওয়া গিয়েছিল গত সপ্তাহেই, নবান্নে সেদিনের গোপন বৈঠকে আজকের সলতে পাকানোর কাজটা সেরে রেখেছিলেন মমতা। ফলে সোমবার পুর-বৈঠকে কার্যত দাউদাউ আগুন। জানুন বিস্তারিত...

বেআইনি নির্মাণে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি, বেহাল পুর-পরিষেবা নিয়ে ক্ষুদ্ধ মুখ্যমন্ত্রী
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (ফাইল চিত্র)

ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: গার্ডেনরীচে বেআইনি নির্মান ভেঙে পড়ার ঘটনা সামনে আসার পর স্পষ্ট হয়ে গিয়েছিল এই ঘটনা নিছকই প্রতীকি মাত্র। রাজ্যের বিভিন্ন পুর-এলাকায় এভাবেই চলছে বেআইনি নির্মান। লোকসভা নির্বাচনের পরই পুর-এলাকা নজরে মুখ্যমন্ত্রীর। তার অন্য একটি কারণ এও যে নির্বাচনে পুর এলাকাতে ফল ভালো হয়নি তৃণমূলের। সোমবার নবান্নের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সংশ্লিষ্ট আধিকারিকদের উদ্দ্যেশ্যে বলেন, দু-একটি নির্মাণ ভাঙুন, আমার বাড়ি থেকে শুরু করুন।

আঁচটা পাওয়া গিয়েছিল গত সপ্তাহেই, নবান্নে সেদিনের গোপন বৈঠকে আজকের সলতে পাকানোর কাজটা সেরে রেখেছিলেন মমতা। ফলে সোমবার পুর-বৈঠকে কার্যত দাউদাউ আগুন। টেন্ডার থেকে পার্কিংয়ের নামে তোলাবাজি,জমি দখল থেকে বেআইনি নির্মান মমতার একের পর এক বাউন্সর, ইর্য়করে ধরাশায়ী মন্ত্রী থেকে আধিকারিক।

বেআইনি নির্মান কিংবা জবর দখল বিষয়ে বলতে গিয়ে ওয়েবেল থেকে গড়িয়াহাট হাতিবাগান একাধিক জায়গার উদাহরণ এনে বুঝিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী,নবান্নের ১৪ তলা তাঁর অবস্থান হলেও মাটির সঙ্গে দুরত্ব তৈরি হয়নি মোটেই। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, দু-একজনকে অ্যারেস্ট করুন,দু-একটি নির্মান ভাঙুন,আমার বাড়ি থেকে শুরু করুন।

আরও পড়ুন: https://tribetv.in/WB-CM-Mamata-Banerjee-targets-municipal-chairpersons-over-development-issues-in-Bengal

বিরোধীরা এতদিন যে অভিযোগ করে আসতেন এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায় শোনা গেল সেই বক্তব্যই। পাশাপাশি অফিসারদের স্বচ্ছতা নিয়েও নজরদারির কথা বলেন নিয়ে। সংশ্লিষ্ট আধিকারিকদের সার্ভিস পিরিয়টের রিভিউ হবে বলেও জানিয়েদেন তিনি। এদিনের বৈঠকে পরিষেবা অনুয়াযী একটি তালিকাও পড়েন মুখ্যমন্ত্রী। সেখানে পানীয় জল,আবাসন ওপরিচ্ছন্নতা ভাগে বিভক্ত ছিল। পানীয় জলের পরিষেবা ভালো যথাক্রমে,উলুবেড়িয়া, হালিশহর, বৈদ্যবাটি, কলকাতা এবং বাঁকুড়া।

আরও পড়ুন: https://tribetv.in/Businessman-from-Kolkata-allegedly-kidnapped-by-miscreants-at-new-market-areas

খারাপের তালিকায় রয়েছে, আলিপুরদুয়ার, শিলিগুড়ি, বালি, বরাহনগর, শান্তিপুর। আবাসনের ভালো পুরসভার তালিকায় রয়েছে, উলুবেড়িয়া, জঙ্গিপুর, হাবরা, কৃষ্ণনগর, মধ্যমগ্রাম।  খারাপের তালিকায়,বিধাননগর, আসানসোল, কাঁথি এবং রায়গঞ্জ। পরিচ্ছন্নতার তালিকায় ভালোর মধ্যে রয়েছে, কলকাতা, বসিরহাট, বৈদ্যবাটি, উত্তরপাড়া, উত্তর দমদম এবং নবদ্বীপ। খারাপের তালিকায়,কাঁথি, ডালখোলা, পানিহাটি, সিউড়ি।