পুর উন্নয়নে তীব্র ঢিলেমি প্রশাসকদের, বৈঠকে রণংদেহী মুখ্যমন্ত্রী
পুর-এলাকায় ভোটের ফল আশানুরূপ হয়নি তৃণমূলের। চিন্তা বাড়িয়েছে শহরাঞ্চলের ভোট। সদ্যসমাপ্ত লোকসভা নির্বাচনে রাজ্যের ১২১টি পুরসভার মধ্যে ৬৯টিতে এগিয়ে রয়েছে বিজেপি, দুটিতে এগিয়ে আছে কংগ্রেস।

ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: সোমবার পুর- প্রশাসন নিয়ে বৈঠকে রুদ্রমূর্তি ধরলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নে এদিন পুরসভার পরিষেবা নিয়ে ক্ষোভ প্রকাশ মুখ্যমন্ত্রীর। মেয়র থেকে চেয়ারপার্সন, পুর-প্রতিনিধিদের তীব্র ভৎর্সনা মমতা বন্দ্যোপাধ্যায়ের। তাঁর হুঁশিয়ারি, এবার থেকে স্থানীয়ভাবে টেন্ডার নয়।
পুর-এলাকায় ভোটের ফল আশানুরূপ হয়নি তৃণমূলের। চিন্তা বাড়িয়েছে শহরাঞ্চলের ভোট। সদ্যসমাপ্ত লোকসভা নির্বাচনে রাজ্যের ১২১টি পুরসভার মধ্যে ৬৯টিতে এগিয়ে রয়েছে বিজেপি, দুটিতে এগিয়ে আছে কংগ্রেস। এবার চব্বিশের লোকসভা মিটতেই প্রশাসনিক রাশ কড়া হাতে ধরলেন খোদ মুখ্যমন্ত্রী। সোমবার নবান্নের সভাকক্ষের বৈঠক থেকে পুর পরিষেবায় ঘাটতি নিয়ে পুর-প্রতিনিধিদের তীব্র ভৎর্সনা মুখ্যমন্ত্রীর। রাস্তায় জমা জল থেকে নোংরা পরিষ্কারে অবহেলা, গাজোয়ারি করে সরকারি জমি দখল থেকে পথবাতির দেখভালের অবহেলা— পুরসভা এবং পঞ্চায়েতের নাগরিক পরিষেবা নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 'এবার কী রাস্তা ঝাঁটও দেব আমি?' প্রশ্ন মুখ্যমন্ত্রী।
সোমবার নবান্ন সভাঘরে প্রশাসনিক ব্যক্তিত্ব থেকে জনপ্রতিনিধি— মুখ্যমন্ত্রীর ভর্ৎসনা থেকে ছাড়া পেলেন না কেউই। এমনকি, কয়েক জনের নাম করে কাজের সমালোচনা করেছেন মুখ্যমন্ত্রী। হাওড়ার নাগরিক পরিষেবা নিয়ে মুখ্যমন্ত্রী সবচেয়ে বেশি অভিযোগ করেছেন। 'হাওড়ার বারোটা বাজিয়ে দিয়েছে রথীন চক্রবর্তী' নাম ধরে বিস্ফোরক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাওড়া পুরসভায় দখলদারি নিয়ে তদন্তের নির্দেশও দিয়েছেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন: https://tribetv.in/Businessman-from-Kolkata-allegedly-kidnapped-by-miscreants-at-new-market-areas
জমি জবরদখল নিয়ে দিন কয়েক ধরেই ক্ষোভ উগড়ে দিচ্ছিলেন মমতা বন্দ্য়োপাধ্যায়। এবার পুরসভার চেয়ারপার্সন নিয়ে বৈঠকে জমি দখল, পুর পরিষেবা নিয়ে ক্ষোভের বিস্ফোরণ ঘটালেন তিনি। ‘রাজারহাটে সুজিত লোক বসাচ্ছে কম্পিটিশন করে।’ নাম করে মন্ত্রী সুজিত বসুকেও তীব্র ভৎর্সনা মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের রোষে পড়লেন পুলিশকর্তারাও।
আরও পড়ুন: https://tribetv.in/RSS-Mouthpiece-Criticism-Bengal-BJP-over-the-election-result-2024
লোকসভা নির্বাচনের ফলাফলে স্পষ্ট গ্রাম পাশে থাকলেও শহর ও শহরতলির মানুষ কিছুটা হলেও মুখ ঘুরিয়েছে ঘাসফুলের থেকে। যা নিয়ে বিরতিতে যাওয়ার আগেই ইঙ্গিতপূর্ব মন্তব্য করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মমতারও বুঝতে দেরি হয়নি পৌর পরিষেবা নিয়ে ক্ষোভ জমছে পুরবাসীর। যার ফায়দা পেয়েছে বিজেপি। একইসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের একথা মাথায় রেখেছেন বলে তাঁর ঘনিষ্ঠ মহল মনে করছে যে ২০২৬-শের বিধানসভা নির্বাচনে তৃণমূল যখন প্রতিদ্বন্দ্বিতা করতে নামবে তখন তাদেরকে রাজ্য সরকারের ১৫ বছরের প্রতিষ্ঠান বিরোধিতাকেও প্রতিহত করতে হবে। আর তাই এদিনে নবান্নের পুর-বিষয়ক বৈঠকের মধ্যে দিয়েই পুরবাসীর ভোট মেরামতিতে নেমে পড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়, রাজনৈতিক মহলের একাংশের মত অন্তত তেমনই।