রামনবমীর শোভাযাত্রায় বোমাবাজি-হামলা, NIA তদন্তের দাবি শুভেন্দুর

এবার রাজ্যপালকে চিঠি বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারীর। রামনবমীর মিছিলে বোমাবাজির ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি আক্রমণ বিরোধী দলনেতার। জানুন বিস্তারিত...

রামনবমীর শোভাযাত্রায় বোমাবাজি-হামলা, NIA তদন্তের দাবি শুভেন্দুর
ফাইল চিত্র

ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বাংলায় রামনবমীর শোভাযাত্রায় হামলা, বোমাবাজির অভিযোগ। মুর্শিদাবাদ (Murshidabad), পূর্ব মেদিনীপুর (Purba Medinipur) সহ একাধিক জায়গায় পরিস্থিতি কার্যত রণক্ষেত্রের আকার ধারণ করে। সেই অভিযোগে এবার রাজ্যপালকে হস্তক্ষেপের অনুরোধ জানিয়ে চিঠি বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। রামনবমীর মিছিলে বোমাবাজির ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি আক্রমণ বিরোধী দলনেতার। নির্বাচনী প্রচারের উস্কানিমূলক মন্তব্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), এই অভিযোগ তুলে এবার NIA তদন্তের দাবি জানিয়েছেন শুভেন্দু অধিকারী। 

রামনবমীর শোভাযাত্রা মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর, শক্তিপুর, বেলডাঙ্গা II ব্লকে হিংসতা ভয়ঙ্কর আকার ধারণ করে। মিছিলে ইটবৃষ্টি, বোমাবাজির শিকার হয় রামনবমী শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা। পুলিশের সঙ্গে প্রবল ধ্বস্তাধস্তিতে শিশু সহ গুরুতর আহত ৫ জন। আহতরা এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।  

আরও পড়ুন: https://www.tribetv.in/TMC-Leader-Mamata-Banerjee-attack-BJP-in-Assam-on-Political-Campaign

'শুধুমাত্র রামনবমী নয় প্রতিটি হিন্দু উৎসবেই পাথর নিক্ষেপ, ধর্মীয় উৎসব পালনকারী হিন্দুদের ওপর বোমা নিক্ষেপ পশ্চিমবঙ্গ রাজ্যে প্রধান অবলম্বন হয়ে দাঁড়িয়েছে।' এই অভিযোগ তুলে বুধবার রাতেই রাজ্যপাল সি ভি আনন্দ বোসকে (CV Ananda Bose) চিঠি দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্যপালকে ঘটনাস্থল পরিদর্শনের আবেদন জানিয়েছেন বিরোধী দলনেতা (Leader of Opposition)। পাশাপাশি এই ঘটনায়  NIA তদন্তের দাবি জানিয়েছেন শুভেন্দু অধিকারী।