বিয়ে করে শান্তি নেই কপালে, স্ত্রী প্রসঙ্গে মুখ খুলে বিতর্কে ঋষি সুনক

ঋষি সুনক দাবি করে জানান, তিনি যতটা পরিপাটি, স্ত্রীর নাকি ততটাই অগোছালো! জামা-কাপড় থেকে জুতো — ঘরে সবকিছুই থাকে ছড়ানো-ছিটানো। জিনিসপত্র থাকে যেখানে সেখানে।

বিয়ে করে শান্তি নেই কপালে,  স্ত্রী প্রসঙ্গে মুখ খুলে বিতর্কে ঋষি সুনক

ট্রাইব টিভি ডিজিটাল: অনেকদিন আগেই পদ থেকে ইস্তফা দিয়েছেন বরিস জনসন। পরবর্তী ব্রিটিশ প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনক। 

জানা গিয়েছে, ব্যক্তিগত জীবনে তিনি যতটা পরিপাটি, ঠিক ততটাই উল্টো তাঁর স্ত্রী অক্ষতা মূর্তি। তাহলে কী ব্যক্তিগত জীবনে অসুখী নারায়ণ মূর্তির জামাই ঋষি সুনক। প্রধানমন্ত্রী নির্বাচনের মধ্যেই বিবাহ বিচ্ছেদের জন্য আইনি পথে হাঁটবেন তিনি? নাকি সহানুভূতির ভোট পেতে নিজের বৈবাহিক জীবনকেও প্রকাশ্যে আনলেন বহুজাতিক তথ্যপ্রযুক্তি সংস্থা ইনফোসিসের প্রতিষ্ঠাতা নারায়ণমূর্তির জামাই! 

সম্প্রতি এক সাক্ষাৎকারে ঋষি সুনক দাবি করে জানান, তিনি যতটা পরিপাটি, স্ত্রীর নাকি ততটাই অগোছালো! জামা-কাপড় থেকে জুতো — ঘরে সবকিছুই থাকে ছড়ানো-ছিটানো। জিনিসপত্র থাকে যেখানে সেখানে ফেলানো, ছড়ানো। হ্যাঁ শুনতে অবাক লাগলেও ঠিকই পড়েছেন! নিজের স্ত্রী অক্ষতা মূর্তি প্রসঙ্গে বলতে গিয়ে এমনই চাঞ্চল্যকর মন্তব্য করে বসেন ঋষি সুনক। 

জানা গিয়েছে, একটি ব্রিটিশ সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নিজের বৈবাহিক জীবনের কথা উল্লেখ করেন ঋষি সুনক (Rishi Sunak)। তাঁর কথায়, ''স্বভাবগতভাবেই অত্যন্ত পরিপাটি থাকতে পছন্দ করি। অন্যদিকে আমার স্ত্রী অত্যন্ত অগোছালো প্রকৃতির। জামা, জুতো … হে ঈশ্বর … ঘরের মধ্যে সে জুতোও ছড়িয়ে ছিটিয়ে রাখে। সে একটা দুঃস্বপ্নের মতো!'' তাঁর আরও দাবি, ''প্রকাশ্যে বৈবাহিক জীবনের সমস্যার কথা বলা মোটেই পছন্দ করে না অক্ষতা। কিন্তু সত্যি বলতে কখনও পিছিয়ে আসা উচিত নয়। আমি তাঁর এই স্বভাব একেবারেই পছন্দ করি না। কিন্তু সংসার করতে মুখ বুজে সব কিছু সহ্য করছি।'' 

উল্লেখ্য, স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে (Stanford University) এমবিএ (MBA) পড়ার সময় অক্ষতার সঙ্গে আলাপ হয় ঋষির। সেই বন্ধুত্ব থেকে প্রেম, শেষে পরিণয়। ২০০৬-তে ব্যাঙ্গালুরুতে বিয়ে হয় দু’জনের। দম্পতির দুই কন্যাসন্তান রয়েছে।