ঘণীভূত হচ্ছে নিম্নচাপ, বঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

ক্রমশ গভীর নিম্নচাপ। এই মুহূর্তে নিম্নচাপটি অনেকটাই শক্তি বাড়িয়েছে। যার বর্তমান অবস্থান উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছে।

ঘণীভূত হচ্ছে নিম্নচাপ, বঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

ট্রাইব টিভি ডিজিটাল: ক্রমশ গভীর নিম্নচাপ। এই মুহূর্তে নিম্নচাপটি অনেকটাই শক্তি বাড়িয়েছে। যার বর্তমান অবস্থান উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছে। আগামী ২৪ ঘন্টায় এটি আরও শক্তি বাড়িয়ে পশ্চিম উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে। 

এই নিম্নচাপের ফলে ৯ থেকে ১১ তারিখ দক্ষিণ বঙ্গের সমস্ত জেলাতেই বৃষ্টি হবে। দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সম্ভাবনা। এছাড়া কলকাতা হাওড়া এই জেলার দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা থাকছে। ৯থেকে ১১ তারিখ যেহেতু নিম্নচাপটি সমুদ্রের উপরে থাকছে তাই মৎস্যজীবীদের সমুদ্র যেতে মানা করা হয়েছে ৯ তারিখ থেকে ১১ তারিখ। 

এই নিম্নচাপের ফলে দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলোতে মাঝেমধ্যেই ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইবে। যেহেতু এই মরশুমে বৃষ্টির পরিমাণ অনেকটাই কম, তাই আশা করা যাচ্ছে উপকূলের জেলাতে এই নিম্নচাপ চাষবাসে অনেকটা সাহায্য করবে।  কলকাতা এবং হাওড়াতে জল জমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে বৃষ্টি কমে গিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে আগামী কয়েক দিন।

উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে এই নিম্নচাপটি ঘণীভূত হয়েছে। বাংলা ও ওডিশা উপকূল সংলগ্ন বঙ্গোপসাগরে এই নিম্নচাপ বর্তমানে অবস্থান করছে। যা আবার দক্ষিণ পশ্চিম দিকে কিছুটা ঝুঁকে রয়েছে। এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। যার ফলে আগামী ২৪ ঘণ্টায় এই নিম্নচাপ আরও শক্তিবৃদ্ধি করে উপকূলের জেলাগুলিতে প্রবল ঝড় বৃষ্টির পরিস্থিতি তৈরি করবে। 

আর এই জন্যই সন্ধ্যার মধ্যে মৎস্যজীবীদের উপকূলে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। সমুদ্র উত্তাল হওয়ার জেরে উপকূলে জলোচ্ছ্বাস বাড়বে বলেও জানিয়েছে হাওয়া অফিস। উপকূলবর্তী জেলাগুলি যেমন, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টিপাত হবে। কলকাতাতেও রয়েছে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।