কপ্টার ভেঙে ইরানের প্রেসিডেন্ট রইসির মৃত্যু, শোকপ্রকাশ নরেন্দ্র মোদির!

হেলিকপ্টারটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গিয়েছে। পরিস্থিতি খুবই খারাপ। ফলে কারওরই আর বেঁচে থাকার সম্ভাবনা নেই। এর কিছুক্ষণ পরই ইরানের জাতীয় সংবাদমাধ্যম রাইসি ও বিদেশমন্ত্রী আমিরাবদোল্লাহিয়ানের মৃত্যুর খবর নিশ্চিত করে। জানুন বিস্তারিত...

কপ্টার ভেঙে ইরানের প্রেসিডেন্ট রইসির মৃত্যু, শোকপ্রকাশ নরেন্দ্র মোদির!
কপ্টার দুর্ঘটনায় মৃত্যু ইরানের প্রেসিডেন্ট (ফাইল চিত্র)

ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: আশঙ্কাই সত্যি! কপ্টার ভেঙে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রইসির ( Ebrahim Raisi) মৃত্যু। মারা গিয়েছেন চপারে রইসির সহযাত্রী তথা ইরানের বিদেশমন্ত্রী হোসেন আমিরাবদোল্লাহিয়ানও। সোমবার সকালে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করল ইরানের জাতীয় সংবাদমাধ্যম। কপ্টারে থাকা বাকি অন্য আধিকারিকদেরও মৃত্যু হয়েছে বলেই খবর। দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। 

রবিবার আজারবাইজানের প্রেসিডেন্টের সঙ্গে আরস নদীর উপরে একটি বাঁধ উদ্বোধন করার কথা ছিল রাইসির। সেই কর্মসূচির উদ্দেশ্যে একটি পার্বত্য অঞ্চল পেরিয়ে যাওয়ার সময় চপারটি নিয়ন্ত্রণ হারায় (Helicopter Crashed)। প্রবল বৃষ্টি আর ঘন কুয়াশার জন্য দুর্ঘটনাস্থলে দৃশ্যমানতা খুব কম ছিল বলেও জানান ইরানের জাতীয় সংবাদ সংস্থা। যেখানে দুর্ঘটনাটি ঘটে, সেই স্থানটি আজারবাইজানের সীমান্তে অবস্থিত শহর জোলফার কাছাকাছি। জায়গাটি ইরানের রাজধানী থেকে অন্তত ৬০০ কিলোমিটার উত্তর-পশ্চিমে (North-East)। 

আরও পড়ুন: https://tribetv.in/Vote-percentage-on-Lok-Sabha-Election-5th-Phase-in-West-Bengal

চপার দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় উদ্ধারকাজ। তবে প্রবল বৃষ্টি আর ঘন কুয়াশার জন্য তল্লাশি চালাতে বেশ অসুবিধায় পড়তে হয় উদ্ধারকারী দলকে। রবিবার রাতভর চালানো হয় তল্লাশি। অবশেষে দুর্ঘটনার ১২ ঘণ্টা পর সোমবার সকালে রাইসির কপ্টারটির খোঁজ পান উদ্ধারকারীরা। তখনই তাঁরা সংবাদমাধ্যমে জানান, হেলিকপ্টারটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গিয়েছে। পরিস্থিতি খুবই খারাপ। ফলে কারওরই আর বেঁচে থাকার সম্ভাবনা নেই। এর কিছুক্ষণ পরই ইরানের জাতীয় সংবাদমাধ্যম রাইসি ও বিদেশমন্ত্রী আমিরাবদোল্লাহিয়ানের মৃত্যুর খবর নিশ্চিত করে।