RSS Mouthpiece Swastika: মমতার বিরুদ্ধে বিরোধী লড়াকু মুখ নেই বাংলায়, বঙ্গ BJP-র সমালোচনা RSS মুখপত্রে

‘চার বছর পরেও মমতা বন্দ্যোপাধ‌্যায়ের (Mamata Banerjee) বিরুদ্ধে কোনও গ্রহণযোগ‌্য, জোরদার মুখ না থাকায় আশানুরূপ ফল করতে পারেনি বিজেপি নেতৃত্ব।

RSS Mouthpiece Swastika: মমতার বিরুদ্ধে বিরোধী লড়াকু মুখ নেই বাংলায়, বঙ্গ BJP-র সমালোচনা RSS মুখপত্রে
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (ফাইল চিত্র)

ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বাংলায় বিজেপির ভোটের ফল আশাহত করেছে গেরুয়া শিবিরের কেন্দ্রীয় নেতাদের। যা নিয়ে দলের অন্দরে অন্তর্দ্বন্ধ ক্রমশ প্রকাশ্যে। এবার সঙ্ঘের মুখপত্রে ফের দেখা গেল বঙ্গ বিজেপির সমালোচনা। বাংলায় বিজেপির ভরাডুবির জন্য বঙ্গ নেতৃত্ববৃন্দের প্রার্থী চয়নকেই কাঠগড়ায় তুলল RSS মুখ পত্র 'স্বস্তিকা'। ১৭ জুন আরএসএস-এর মুখপত্র 'স্বস্তিকার' একটি সংখ্যায় ফের সমালোচনা করা হয়েছে বিজেপির। পাল্টা রয়েছে মমতার প্রশংসা। অচেনা, অজানা প্রার্থী চয়নের খেসারত দিতে হয়েছে বিজেপিকে বলে উল্লেখ রয়েছে ওই সংখ্যায়। 

শুধু তাই নয়,  বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে জোরদার, গ্রহনযোগ্য বিরোধী মুখ না থাকায় আশানুরূপ ফল হয়নি। 'মমতার সবলতা শুধু মাত্র ভাতা দান নয়'। উল্লেখ করা হয়েছে স্বস্তিকায়। লাল সন্ত্রাসের বিরুদ্ধে জয় ছিনিয়ে এনেছিলেন মমতা বলেও উল্লেখ করা হয়েছে স্বস্তিকার সংখ্যায়। 

প্রতিবেদনে বলা হয়েছে, ‘চার বছর পরেও মমতা বন্দ্যোপাধ‌্যায়ের (Mamata Banerjee) বিরুদ্ধে কোনও গ্রহণযোগ‌্য, জোরদার মুখ না থাকায় আশানুরূপ ফল করতে পারেনি বিজেপি নেতৃত্ব। ২০১৯—এর পর তিনটি নির্বাচনের দুটিতে ল‌্যাজেগোবরে হতে হয়েছে বিজেপিকে। একই সঙ্গে বলা হয়েছে, ২০২৬—এর ভোট এই রাজ্যে বিজেপির (BJP) শেষ অগ্নিপরীক্ষা।

আরও পড়ুন: https://tribetv.in/Oath-of-two-new-MLAs-entangled-in-file-complicatons

চব্বিশের লোকসভা ভোটে বঙ্গ বিজেপির হতাশাজনক ফলাফল হয়েছে। উনিশের লোকসভায় পাওয়া ১৮টি আসন থেকে ৬টি আসন কমে গিয়েছে। মোদি-অমিত শাহরা রাজ্যে প্রচারে এসে ৩০ আসন পাওয়ার টার্গেট দিয়েছিলেন দলের বঙ্গ নেতাদের। কিন্তু বিজেপির যে উচ্চ আশার ফানুস তৈরি হয়েছিল তা চুপসে গিয়েছে ফল প্রকাশের পরই। আর যা নিয়ে গেরুয়া শিবিরের অন্দরের তরজা এখনও অব্যাহত।