বামেদের আন্দোলন 'হাইজ্যাক' বিজেপির! মীনাক্ষীর 'কৃতিত্বে' ভাগ বসাচ্ছেন শুভেন্দুরা?

আরজি করের ঘটনা সামনে না আসতে পারতো যদি না সেদিন বাম ছাত্রযুবরা শববাহী শকেট আটকাতো। কিন্তু পরবর্তী সময় দেখা গেল, সেই আন্দোলনকে ধরে নেয় পদ্ম শিবির। আরও পড়ুন...

বামেদের আন্দোলন 'হাইজ্যাক' বিজেপির! মীনাক্ষীর 'কৃতিত্বে' ভাগ বসাচ্ছেন শুভেন্দুরা?
file image

ত্রয়ণ চক্রবর্তী, কলকাতা: আরজি কর নিয়ে সরকার বিরোধী আন্দোলনের রাশ কি এখন পদ্ম শিবিরের হাতে। সিপিআইএমের ছাত্র-যুবরা নির্যাতিতার দেহ আটকানোর পর প্রথম সামনে আসে বিষয়টি। তারপর ধারাবাহিক আন্দোলনে কি এগিয়ে গেলো বিজেপি? নাকি শহরের আন্দোলন গ্রামে ছড়িয়ে দেওয়ার গেরিলা কৌশলে নজর বামেদের। 

রাধাগোবিন্দ কর জীবদ্দশায় হয়তো ভাবতে পারেননি, মানুষ সেবার সৃষ্টিক্ষেত্র মানুষের চর্চায় আসবে নির্যাতিতা পরিণতি নিয়ে। আরজি করের ঘটনা সামনে না আসতে পারতো যদি না সেদিন বাম ছাত্রযুবরা শববাহী শকেট আটকাতো। যারা এই ঘটনা সম্পর্কে সচেতন তাদের একটা বড় অংশ মনে করেন তেমনই। কিন্তু পরবর্তী সময় দেখা গেল, সেই আন্দোলনকে ধরে নেয় পদ্ম শিবির।

আরও পড়ুন: https://tribetv.in/Manoj-pant-appointed-new-chief-secretary-of-west-Bengal

এখনও চলছে তাদের ধর্না। এরপর আরও কর্মসূচি নেওয়ার কথাও বলেছেন বঙ্গবিজেপি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বক্তব্য একদিনে কালিঘাট, নবান্ন, লালবাজার অভিযান করবে। এই ইস্যুতে বনধও করেছে তারা। তবে কী বিরোধী আন্দোলন আরও একবার বামেদের হাত থেকে ছিনিয়ে নিল, বিজেপি। বাম ছাত্র-যুবর অন্যতম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় মনে করেন এর উত্তর তো দেবে সময়।

সূত্রের খবর, সিপিআইএমের লক্ষ্য এই আন্দোলনকে শুধুমাত্র শহুরে না রেখে গ্রামে ছড়িয়ে দেওয়া এবং তার মধ্যে দিয়ে তৃণমূলের মহিলা ভোট ব্যাঙ্ককে নড়ানো। সেটা হলে অনেকটাই পুরোনো জমি বামেরা ফেরত পাবে বলেই মনে করছে, বিশেষজ্ঞ মহল।