RG Kar Hospital News: আর জি কর কাণ্ডে সিবিআই তদন্ত, স্বাস্থ্য পরীক্ষার পর নথি সহ সঞ্জয়কে হস্তান্তর

বুধবার কলকাতা নেমেই দিল্লি থেকে সিবিআই আধিকারিকরা সোজা চলে যান সল্টলেকের সিজিও কমপ্লেক্সে। এদিন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সঙ্গে ছিলেন ফরেনসিক আধিকারিকরা। জানুন বিস্তারিত...

RG Kar Hospital News: আর জি কর কাণ্ডে সিবিআই তদন্ত,  স্বাস্থ্য পরীক্ষার পর নথি সহ সঞ্জয়কে হস্তান্তর

ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: কলকাতা হাইকোর্টের নির্দেশে, মঙ্গলবারই আরজি কর-এর জুনিয়র মহিলা চিকিৎসককে খুন ও ধর্ষণের ঘটনায় তদন্তভার নেয় সিবিআই। মঙ্গলবার রাতেই টালা থানা থেকে কেস ফাইল সংগ্রহ করে CBI। তারপর, আজ অর্থাৎ বুধবার সকালে দিল্লি থেকে কলকাতায় আসে সিবিআই-র টিম। জানা গিয়েছে, তাদের সঙ্গে রয়েছেন ফরেন্সিক বিশেষজ্ঞরাও।

বুধবার কলকাতা নেমেই দিল্লি থেকে সিবিআই আধিকারিকরা সোজা চলে যান সল্টলেকের সিজিও কমপ্লেক্সে। এদিন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সঙ্গে ছিলেন ফরেনসিক আধিকারিকরা। CGO-তে গিয়ে তাঁরা কলকাতা সিবিআই এর স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ এর অফিসারদের সঙ্গে বৈঠক করেন। সূত্রের খবর, আর জি কর খুন-ধর্ষণ হত্যাকাণ্ডের ঘটনায় মোট তিনটি দলে সিবিআই-এর আধিকারিকরা তদন্ত প্রক্রিয়া চালিয়ে নিয়ে যাবেন। ইতিমধ্যেই চারটি ধারায় মামলার রুজু করেছে সিবিআই। 

আরও পড়ুন: https://tribetv.in/CM-Mamata-Banerjee-wishes-on-Kanyashree-divas

অন্যদিকে কলকাতা হাইকোর্টের নির্দেশে লালবাজার থেকে ধৃত সঞ্জয় রায়কে মেডিকেল চেকআপের জন্য প্রথমে নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে। তারপর সেখান থেকে সঞ্জয় রায়কে সরাসরি সিজিও কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। বুধবার তাকে কলকাতা পুলিশের আধিকারিকরা সিবিআই-এর হাতে হস্তান্তর করেন । পাশাপাশি কলকাতা পুলিশের তরফে মামলার সমস্ত নথি এবং বিভিন্ন জিনিস যা ঘটনাস্থল থেকে বাজেয়াপ্ত করেছিল সে সমস্ত জিনিস সিবিআইয়ের হাতে হস্তান্তর করে কলকাতা পুলিশ।