ধামসা মাদলের লাইভ পারফর্ম্যান্সে জমজমাট চন্দননগরের জগদ্বাত্রী পুজো

ধামসা মাদলের লাইভ পারফর্মেন্স দর্শক টানছে চন্দননগরে। সপ্তমীর সন্ধায় জগদ্ধাত্রী ঠাকুর দেখতে মন্ডপে মন্ডপে ভিড়।বেশ কয়েক বছর ধরে থিমের মন্ডপও দর্শকদের মন জয় করছে । এবার চন্দননগরে আকর্ষন ধামসা মাদলের লাইভ পারফর্ম্যান্স।

ধামসা মাদলের লাইভ পারফর্ম্যান্সে জমজমাট চন্দননগরের জগদ্বাত্রী পুজো

 ট্রাইব টিভি ডিজিটাল: করোনা অতিমারি কাটিয়ে দু'বছর পর আলোর উৎসবে মেতে উঠেছে চন্দননগর। দুর্গাপুজো,কালীপুজোর আনন্দের পরেও খানিকটা তোলা থাকে জগদ্ধাত্রী পুজোর জন্য। চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর জগৎজোড়া খ্যাতি। রাজ্যের নানা প্রান্তের দর্শনার্থীদের কথা মাথায় রেখে রকমারি আলোর রোশনাইয়ের পাশাপাশি ধামসা মাদলের লাইভ পারফর্মেন্স দর্শক টানছে চন্দননগরের পুজোয়। করোনাকালে দুবছর পুজো উপভোগ করা যায়নি। এবার যেন সুদে আসলে তুলে নেওয়ার পালা। চন্দননগরের জগদ্ধাত্রী ঠাকুর সাবেকি, আলোতে কলকা টুনি বাল্বের দিন পেরিয়ে মেকানিকাল আর এলইডির যুগ চলছে। দূর থেকে যারা চন্দননগরে আসেন তারা আলো দেখেন। বেশ কয়েক বছর ধরে থিমের মন্ডপও দর্শকদের মন জয় করছে। 

চন্দননগরের পুজোর অনেক মন্ডপই হয়ত কলকাতা না হলে অন্য কোথায় দুর্গা পুজোয় হয়েছে এমন। যারা দেখেননি তাঁদের কাছে নতুন। তবে এবার চন্দননগরে আকর্ষন লাইভ পারফর্ম্যান্স। দর্শনার্থীদের জন্য মন্ডপের পাশে লাইভ পারফর্মেন্সের ব্যবস্থা হয়েছে। ঠাকুর মন্ডপ দেখার পাশাপাশি যা দেখতে ছবি তুলতে দাঁড়িয়ে পড়ছেন দর্শকরা। বোড় যদু ঘোষ লেনের পুজো আঠেরো বছরে পড়ল।পুজোর থিম সচল অচল।মূলত ভারত বর্ষের মুদ্রার বিবর্তন সেই গুপ্ত যুগ থেকে মুঘল ব্রিটিশ থেকে স্বাধীন ভারতের মু্দ্রা তুলে ধরা হয়েছে।এক সময় এক দুই পাঁচ দশ পঁচিশ পঞ্চাশ পয়সা চলত এখন অচল।আবার বর্তমানে সচল যা তাকেও তুলে ধরা হয়েছে।এই মন্ডপের সামনে ধামসা মাদল বাজনার দল অনুষ্ঠান করছে। 

 জঙ্গল মহলের সাঁকরাইল থেকে ১৪ জনের দল এসেছে ধামসা মাদল চরচরি সিংবাজা নিয়ে।দলের সদস্য অভিলাষ সিং সুধীর মান্ডিরা বলেন,সারা বছর মাঠে চাষ করি পুজোর দিন গুলোতে ধামসা বাজাই।কিছু বাড়তি উপায় হয় কিন্তু তার থেকেও বেশি ভালো লাগে।চন্দননগরের দর্শকদেরও খুব পছন্দ তাদের পারফর্মেন্স।এখন সবই ইউ টিউবে পাওয়া যায়।তবে তারা পরের প্রজন্মকেও শিখিয়ে দিয়ে যেতে চান আদিবাসীদের ইউনিক এই বাজনা। 

 থিমের মন্ডপ দর্শক দেখতে আসছে কিন্তু ধামসার বোল শুনতে অনেক বেশি ভীর হচ্ছে।
 মোল্লাহাজি বাগান বারোয়ারীতেও ঝাড়গ্রামের ধামসা বাদকদের দল পারফর্ম করছে।  কুন্ডুঘাট দালানেও বাজছে ধামসা মাদল। করোনাকালে দু-বছর জগদ্ধাত্রী পুজোয় নানা বিধি-নিষেধ ছিল। বিখ্যাত শোভাযাত্রাও বন্ধ ছিল। দেখা যায়নি আলোর জাদু। তাই চন্দননগরের উৎসব সেভাবে জমেনি। তবে এবার পরিস্থিতি স্বাভাবিক। যার ফলে আবার নজরকাড়া জগদ্ধাত্রী পুজোয় মেতে উঠেছে চন্দননগর। আজ অষ্টমী। চন্দননগরের জগদ্ধাত্রী পুজো দেখতে আশপাশের জেলা সহ দূর-দূরান্ত থেকে দর্শনার্থীরা আসছেন এখানে। মণ্ডপে মণ্ডপে জনজোয়ার। দর্শনার্থীদের যাতে কোনও সমস্যা না হয়, সেজন্য পুজোর দিনগুলিতে যান নিয়ন্ত্রণ করা হচ্ছে।