Covid19 Update: আতঙ্ক বাড়াচ্ছে কোভিড সংক্রমণ, আক্রান্তের সংখ্যা ছাড়াল ১০ হাজার

গত ২৪ ঘণ্টায় দেশে এক দিনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১০ হাজার ১৫৮ জন।

Covid19 Update: আতঙ্ক বাড়াচ্ছে কোভিড সংক্রমণ, আক্রান্তের সংখ্যা ছাড়াল ১০ হাজার

ট্রাইব টিভি ডিজিটাল: টানা দু'বছর পর ফের দেশে বাড়তে শুরু করেছে COVID19 সংক্রমণ। দৈনিক সংক্রমণ আট হাজার ছুঁইছুঁই। এরই মধ্যে চিন্তা বাড়াচ্ছে মৃতের সংখ্যার বাড়বৃদ্ধি। যারফলে ফের দেশজুড়ে আতঙ্ক ছড়াচ্ছে করোনাভীতি। 

এই মুহূর্তে বাংলায় অ্যাক্টিভ রোগীর সংখ্যা ৩৪০ জন। যাঁদের মধ্যে হাসপাতালে ১৮ জন। স্বাস্থ্য ভবন সূত্রের খবর, গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি মানুষ কলকাতার। এর পরেই উত্তর ২৪ পরগনা। সংক্রমণ তালিকায় রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, পূর্ব বর্ধমান ও কালিম্পং। অন্যদিকে ভয় ধরাচ্ছে দেশের দৈনিক করোনা চিত্র। গত ২৪ ঘণ্টায় শুধু মহারাষ্ট্রেই ন'জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। যার মধ্যে দু'জন মুম্বইয়ের। বৃহস্পতিবার বড় লাফ করোনা আক্রান্তের সংখ্যায়। এবার দেশে ১০ হাজারের গণ্ডি পেরোল করোনা আক্রান্তের সংখ্যা।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে প্রকাশিত করোনা বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে এক দিনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১০ হাজার ১৫৮ জন। বুধবার করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৭ হাজার ৮৩০। একদিনে প্রায় ৩ হাজার বেড়েছে সংক্রমিতের সংখ্যা। আর আজ গত সাত মাসের সব রেকর্ড ভেঙে দিয়েছে করোনা আক্রান্তের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশিত তথ্য অনুযায়ী, গতকালের থেকে ৩০ শতাংশ বাড়ল কোভিড আক্রান্তের সংখ্যা। দেশে বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে হল ৪৪ হাজার ৯৯৮।

বর্তমানে দেশে দৈনিক পজিটিভিটি রেট রয়েছে ৪.৪২ শতাংশ। আর সপ্তাহের নিরিখে এই হার ৪.০২ শতাংশ। তবে আক্রান্তের সংখ্যা বাড়লেও সুস্থতার হার ভরসা দিচ্ছে। বর্তমানে দেশে সুস্থতার হার রয়েছে ৯৮.৭১ শতাংশ। বিশেষজ্ঞরা বলছেন, আগামী ১০-১২ দিন করোনা আক্রান্তের সংখ্যা বাড়তেই থাকবে। আসলে এই মহামারী এন্ডেমিক পর্যায়ে আছে।

ওমিক্রনের যে নয়া স্ট্রেনের দাপটে এই ভাইরাস ছড়াচ্ছে তাতে সংক্রমণের হার বেশি হলেও এর মারণক্ষমতা তেমন নয়। বিশেষজ্ঞরা বলছেন, আগামী ১০-১২ দিনে মরণকামড় দিতে পারে কোভিড। তাই সতর্ক থাকতে হবে। প্রয়োজনে মাস্ক পরারও পরামর্শ দেওয়া হচ্ছে। ইতিমধ্যেই বেশ কিছু রাজ্যে ফেরানো হয়েছে মাস্ক।