'মণিপুর থেকে দৃষ্টি ঘোরানোর চেষ্টা বিজেপির': অভিষেক বন্দ্যোপাধ্যায়

তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি মণিপুর ইস্যু নিয়ে মুখ খুলেছেন সাংসদ সৌগত রায়ও। মণিপুরে মহিলাদের উপর পাশবিক নির্যাতন নিয়ে প্রধানমন্ত্রীর বিবৃতির দাবি জানিয়েছেন তিনি।

'মণিপুর থেকে দৃষ্টি ঘোরানোর চেষ্টা বিজেপির': অভিষেক বন্দ্যোপাধ্যায়
সংসদের বাইরে ধর্নায় বিরোধীরা (ছবি সৌজন্যে-টুইটার)

ট্রাইব টিভি ডিজিটাল:  মণিপুর ইস্যু নিয়ে উত্তাল গোটা দেশ। সোমবার বাদল অধিবেশনে প্রধানমন্ত্রীর বিবৃতির দাবি জানিয়ে সংসদ ভবনের বাইরে গান্ধীমূর্তির পাদদেশে ধর্নায় বসেন 'INDIA' জোটের শরিকরা। হাজির ছিলেন তৃণমূল সাংসদরাও। ধর্নায় যোগ দিয়ে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান, মণিপুর থেকে দৃষ্টি ঘোরানোর চেষ্টা বিজেপির। ডাবল ইঞ্জিন সরকারকে অযোগ্য বলে আক্রমণ TMC সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। 

তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি মণিপুর ইস্যু নিয়ে মুখ খুলেছেন সাংসদ সৌগত রায়ও। মণিপুরে মহিলাদের উপর পাশবিক নির্যাতন নিয়ে প্রধানমন্ত্রীর বিবৃতির দাবি জানিয়েছেন তিনি। মোদি নীরব কেন? প্রশ্ন তুলে এদিন সংসদের বাইরে গান্ধী মূর্তির পাদদেশে ধর্নায় সামিল হন তিনিও। অন্যদিকে, সোমবার মণিপুর ইস্যুতে সংসদের বাইরে আওয়াজ তোলে বিরোধীদের 'INDIA' জোট। তৃণমূল, কংগ্রেস, সিপিএম, আপ, এনসিপি সহ 'INDIA'র শরিক দলগুলি যোগ দেয় এই ধর্নায়। 

উল্লেখ্য, 'INDIA' ফর মণিপুর স্লোগান তুলে সোমবার সংসদের বাইরে গান্ধী মূর্তির পাদদেশে ধর্নায় বসে বিরোধী জোট। মণিপুর ইস্যুতে প্রধানমন্ত্রীর বিবৃতির দাবি তুলে আজ সকাল থেকেই চাপ বাড়ায় বিরোধী শিবির। এদিন অধিবেশনের শুরুতেই সংসদ ভবনের বাইরে গান্ধীমূর্তির পাদদেশে ধর্না দেয় INDIA জোটের শরিকরা। ধর্নায় উপস্থিত ছিল তৃণমূল, কংগ্রেস, আপ, সিপিএম সহ সব বিরোধী দলগুলি। এদিন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ দলের প্রায় সব সাংসদকেই দেখা গিয়েছে হাতে প্ল্যাকার্ড নিয়ে স্লোগান তুলতে। মণিপুরের পরিস্থিতি নিয়েই সরব হন তাঁরা।