আরজি করে নয় আপোষ: তাপস রায়

কী ভাবে হাসপাতালে ভাঙচুর হল, তা নিয়ে প্রশ্ন তুলে পুলিশের ভূমিকাতেও উষ্মা প্রকাশ করে শীর্ষ আদালত। একইসঙ্গে হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ সুপ্রিম কোর্টের।

ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: রাজ্য পুলিশ-প্রশাসনে অনাস্থা। গত মঙ্গলবার ২১ অগাস্ট আরজি কর হাসপাতালের নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে উদ্বেগ প্রকাশ করে সুপ্রিম কোর্ট। কী ভাবে হাসপাতালে ভাঙচুর হল, তা নিয়ে প্রশ্ন তুলে পুলিশের ভূমিকাতেও উষ্মা প্রকাশ করে শীর্ষ আদালত। একইসঙ্গে হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের নির্দেশের পরই বুধবার সকালে আরজি কর হাসপাতালে পৌঁছয় দুই সিআইএসএফ কর্তা। সকাল ৯টা নাগাদ ওই বাহিনীর ডিআইজি প্রতাপ সিং ও এসপি পদমর্যাদার এক আধিকারিক হাসপাতাল পরিদর্শনের জন্য যান। আরজি কর হাসপাতালের প্রশাসনিক ভবনে ঘুরে দেখেন তাঁরা।