নবান্ন অভিযান ঘিরে সুরক্ষার চক্রব্যূহ, মোতায়েন প্রায় ৬ হাজার পুলিশ ও কমব্যাট ফোর্স

গোলমালের আশঙ্কায় ছাত্রছাত্রীদের এই অভিযান ঘিরে সতর্ক পুলিশ। হাওড়া সেতু-সহ পাঁচ জায়গায় অ্যালুমিনিয়ামের গার্ডওয়াল। জলকামান-কাঁদানে গ্যাসে প্রস্তুত কলকাতা পুলিশ। জানুন বিস্তারিত...

নবান্ন অভিযান ঘিরে সুরক্ষার চক্রব্যূহ, মোতায়েন প্রায় ৬ হাজার পুলিশ ও কমব্যাট ফোর্স
নিরাপত্তার বজ্রআঁটুনি দিয়ে ঘিরে ফেলা হয়েছে গোটা নবান্ন চত্বর

অভ্রদ্বীপ দাস, কলকাতা: আরজি কর কাণ্ডের প্রতিবাদে মঙ্গলবার নবান্ন অভিযানের ডাক দিয়েছে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ। বৃষ্টি মাথায় নিয়েই কলকাতা ও হাওড়া থেকে একাধিক মিছিল নবান্নের পথে। ইতিমধ্যেই নিরাপত্তার বজ্রআঁটুনি দিয়ে ঘিরে ফেলা হয়েছে গোটা নবান্ন চত্বর। আন্দোলনকারীদের মিছিল রুখতে সব রকমভাবে প্রস্তুত পুলিশ-প্রশাসন। পুলিশে পুলিশে ছয়লাপ কলকাতা-হাওড়ার একাধিক জায়গা। 

লালবাজার সূত্রে জানা গিয়েছে, কলকাতায় প্রতিবাদীদের মিছিল আটকাতে ২৫ জন উপ-নগরপাল পদমর্যাদার অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে। নবান্নে সাদা পোশাকে চলছে নজরদারি। গোলমালের আশঙ্কায় ছাত্রছাত্রীদের এই অভিযান ঘিরে সতর্ক পুলিশ। হাওড়া সেতু-সহ পাঁচ জায়গায় অ্যালুমিনিয়ামের গার্ডওয়াল। জলকামান-কাঁদানে গ্যাসে প্রস্তুত কলকাতা পুলিশ। মিছিল রুখতে থাকবে কাঠের সিজার ব্যারিকেড। মোতায়েন প্রায় ৬ হাজার পুলিশ, কমব্যাট ফোর্স।

আরও পড়ুন: https://tribetv.in/know-the-full-update-of-tomorrow-kolkata-traffic-due-to-nabanna-abhiyan

মঙ্গলবার নবান্ন অভিযান রুখতে কলকাতায় কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে লালবাজারের তরফে। কলকাতা পুলিশের ছয় হাজারের বেশি পুলিশ মোতায়েন। এ ছাড়া পুলিশ ৮টি বিভিন্ন পয়েন্ট তৈরি করেছে, যেখানে বিশেষ পুলিশি ব্যবস্থা থাকবে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় সকাল ৮টা থেকেই পুলিশ মোতায়েন রয়েছে। শহরের ১৯টি জায়গায় ব্যারিকেডিং করা হয়েছে এবং নজরদারির জন্য ড্রোনও ব্যবহার করা হচ্ছে। আকাশপথে ড্রোনের সাহায্যে মহানগরে নজরদারি চালাচ্ছে পুলিশ। 

আরও পড়ুন: https://tribetv.in/Some-miscreants-try-to-disturbed-during-nabanna-abhijaan-police-get-information-from-source

উল্লেখ্য, সমাবেশের জন্য অনুমতি নেয়নি কোনও সংগঠন। পুলিশ মেইল করে জানতে চেয়েছিল, সমাবেশে কত লোক জমায়েত হবে? মিছিলটি কোন পথে যাবে? কিন্ত কোনও সাড়া না পাওয়ায় পুলিশ তাদের মতোই নিরাপত্তার ব্যবস্থা করেছে। পর্যাপ্ত আয়োজন সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে লালবাজার। যেকোনও ধরনের উসকানি বা হিংসা ঠেকাতে শ্যামবাজার, বড়বাজার, হাওড়া ময়দান এবং বিদ্যাসাগর সেতুর র‌্যাম্পে পর্যাপ্ত বাহিনীর পুলিশ মোতায়েন।