প্রেমের টানে জার্মানী থেকে চুঁচুড়ায় যুবক, চারহাত এক হল ড্যানিয়েল-ত্রিয়ার

কর্মসূত্রে আট বছর আগে জার্মানী গিয়েছিলেন হুগলি জেলার চুঁচুড়ার বাসিন্দা ত্রিয়া চট্টোপাধ্যায়।

প্রেমের টানে জার্মানী থেকে চুঁচুড়ায় যুবক, চারহাত এক হল ড্যানিয়েল-ত্রিয়ার

ট্রাইব টিভি ডিজিটাল: প্রেমের টানে এবার ফ্রান্সের পর জার্মানী। প্রেম করে বিয়ে। বিষয়টি ভাবলে তেমন কিছু মনে না হলেও এই প্রেমের জন্য মানুষ কত কিছুই না করেন। তার উদাহরণও রয়েছে ভুরি,ভুরি। এবার ভালোবাসার টানে প্রেমিকাকে নিজের করতে সাত সমুদ্দর তেরো নদী পার করে চুঁচুড়া আসলেন বিদেশী যুবক। জাঁকজমক করে সারলেন বিয়েও। 

হ্যাঁ! ভাবতে অবাক লাগলেও এটাই সত্যি। বাস্তবে এমনটাও হয়। কর্মসূত্রে আট বছর আগে জার্মানী গিয়েছিলেন হুগলি জেলার চুঁচুড়ার বাসিন্দা ত্রিয়া চট্টোপাধ্যায়। সেখানের একটি কোম্পানিতে ইন্টার্নশিপ করার সময় আলাপ হয় জার্মান যুবক ড্যানিয়েলের সঙ্গে। বন্ধুত্ব থেকে তাঁদের সম্পর্ক ক্রমশ প্রেমের দিকে গড়ায়। এরপরই মন দেওয়া নেওয়া হয়। অবশেষে মঙ্গলবার দুই পরিবারের উপস্থিতিতে বাগদান পর্ব উপলক্ষে লোকসংস্কৃতির আসর বসে। বুধবার সন্ধ্যায় ধুতি পাঞ্জাবি পরে বর বেশে হাজির হন ড্যানিয়েল। 

এভাবেই এক হয় চার হাত। বরযাত্রী হিসেবে উপস্থিত ছিলেন জার্মান নিবাসীরা। মহেশপুরে গ্রাম্য পরিবেশে বিয়ের আসরে লোকসংস্কৃতির বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সাঁওতালি নিত্য, আদিবাসী নৃত্য, ছাড়াও গান্ধীগ্রামের শিবদূর্গা ব্রতচারী মণ্ডলীর সদস্যরা ব্রতচারী নৃত্য প্রদর্শন করেন।  

ত্রিয়া বলেন, ''ড্যানিয়েলের পরিবারের ইচ্ছা অনুযায়ী বাংলার লোকসংস্কৃতির পরিচয় করাতে আয়োজন হয় নানা অনুষ্ঠানের।গত দু'দিন ধরে মহেশপুরের একটি অনুষ্ঠান বাড়িতে বসে বিয়ের আসর। বাগদান পর্বের পর হয় বিয়ের অনুষ্ঠান।
 লোকসংস্কৃতির অনুষ্ঠান আদিবাসী নৃত্য, ব্রতচারী নৃত্য,বাউল গান পরিবেশিত হয়। আমনানের আদিবাসী নৃত্যের দল,আর গান্ধীগ্রামের শিবদুর্গা ব্রতচারী দল অনুষ্ঠান করে। জার্মানি থেকে বিয়ে উপলক্ষে হাজির ছিলেন বরের পরিবার। বাংলার সংস্কৃতির সঙ্গে আনন্দে মেতে ওঠেন সবাই।