Price of Nasal Covid Vaccine in India: প্রকাশ্যে ন্যাজাল টিকার দাম, কবে থেকে হাসপাতালে মিলবে এই নয়া কোভিড ভ্যাকসিন?

করোনা রোধে বুস্টার হিসেবে ন্যাজাল টিকার সুপারিশ করেছিল বিশেষজ্ঞ প্যানেল। সরকারও এই টিকাকে অনুমোদন দিয়েছে। শীঘ্রই বাজারে আসছে ভারত বায়োটেকের তৈরি ন্যাজাল টিকা 'iNCOVACC'। তার আগে এই টিকার দাম প্রকাশ্যে এল। বিশেষজ্ঞদের আশা, এই টিকার কার্যকারিতা ইতিবাচক ফল আনবে। পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে বুস্টার নিয়ে অনীহা দূর হবে।

Price of Nasal Covid Vaccine in India: প্রকাশ্যে ন্যাজাল টিকার দাম, কবে থেকে হাসপাতালে মিলবে এই নয়া কোভিড ভ্যাকসিন?
করোনা রোধে বুস্টার হিসেবে ন্যাজাল টিকার সুপারিশ করেছিল বিশেষজ্ঞ প্যানেল। সরকারও এই টিকাকে অনুমোদন দিয়েছে। শীঘ্রই বাজারে আসছে ভারত বায়োটেকের তৈরি ন্যাজাল টিকা 'iNCOVACC'। তার আগে এই টিকার দাম প্রকাশ্যে এল। বিশেষজ্ঞদের আশা, এই টিকার কার্যকারিতা ইতিবাচক ফল আনবে। পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে বুস্টার নিয়ে অনীহা দূর হবে।