রায়গঞ্জে চব্বিশের মহারণে ত্রিমুখী লড়াই , বিক্ষিপ্ত অভিযোগ ছাড়া চলছে শান্তিপূর্ণ ভোট

মুখ্য নির্বাচনী আধিকারিক দফতরে বসে ওয়েব কাস্টিং দ্বারা নজরদারি চালাচ্ছে কমিশন। তবে বেলা গড়ার সঙ্গে সঙ্গে বিক্ষিপ্ত ঘটনা নিয়ে একাধিক অভিযোগ জমা পড়েছে নির্বাচন কমিশনের দফতরে। বিশদে পড়ুন...

রায়গঞ্জে চব্বিশের মহারণে ত্রিমুখী লড়াই , বিক্ষিপ্ত অভিযোগ ছাড়া চলছে শান্তিপূর্ণ ভোট

ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: চব্বিশের মহারণের আজ দ্বিতীয় দফা। বাংলার তিন কেন্দ্র সহ ১৩ রাজ্যের ৮৮ কেন্দ্রে ভোটগ্রহণ। শুক্রবার সকাল সকাল রায়গঞ্জ করোনেশন হাইস্কুলে এসে সপরিবারে ভোট দিলেন রায়গঞ্জের তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী। জয় নিয়ে আত্মবিশ্বাসী তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী। ভোট দেওয়ার পাশাপাশি সবাইকে শান্তিপূর্ণভাবে নির্বাচণ সফল করার বার্তাও দিলেন তৃণমূল প্রার্থী।  

 দ্বিতীয় দফায় ভাগ্য নির্ধারণ বালুরঘাট, রায়গঞ্জ ও দার্জিলিং আসনের প্রার্থীদের। লোকসভা ভোটে উত্তরবঙ্গের কোন কেন্দ্র নিয়ে এ বার জল্পনা সবচেয়ে বেশি? রায়গঞ্জ। কারণ, পাঁচ বছর আগে অঙ্কের দৌলতে পদ্ম ফুটেছিল এই আসনে। ২০১৯-এ চতুর্মুখী লড়াইয়ে রায়গঞ্জের রায় গিয়েছিল গেরুয়া শিবিরে, চব্বিশের মহারণের যুদ্ধ এবার ত্রিমুখী। তপ্ত আবহাওয়ায় শুক্রবার সকাল থেকেই মোটের উপর শান্তিপূর্ণ ভাবে চলছে ভোটগ্রহণ। কোথাও সেভাবে অশান্তি বা হিংসার অভিযোগ মেলেনি। কেন্দ্রীয় বাহিনী এবং নির্বাচন কমিশনের কড়া নজরদারিতে চলছে ভোটগ্রহন।

আরও পড়ুন: https://www.tribetv.in/Election-Commission-rejected-nomination-of-bjp-candidate-debasish-dhar-at-birbhum

মুখ্য নির্বাচনী আধিকারিক দফতরে বসে ওয়েব কাস্টিং দ্বারা নজরদারি চালাচ্ছে কমিশন। যদিও তৃণমূল প্রার্থীর বার্তায় সার হয়েছে। বেলা গড়ার সঙ্গে সঙ্গে বিক্ষিপ্ত ঘটনা নিয়ে একাধিক অভিযোগ জমা পড়েছে নির্বাচন কমিশনের দফতরে। তৃণমূলের তরফে রায়গঞ্জ, দার্জিলিং, বালুরঘাটে একাধিক ইভিএম, ভিভিপ্যাট খারাপ হওয়ার অভিযোগ জানানো হয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে। এই অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট জেলা নির্বাচনী আধিকারিকদের কাছ থেকে কমিশন জানতে চেয়েছে আদৌ কি এতগুলো ভোটিং মেশিন খারাপ হয়েছে? যদি হয়, তাহলে তার জন্য কি ব্যবস্থা নেওয়া হয়েছে? অন্যদিকে, দ্বিতীয় দফার নির্বাচনে এখন ও পর্যন্ত রাজভবনের পিস রুমে মোট ৩৫ টি অভিযোগ জমা পড়েছে । দার্জিলিং থেকে সব থেকে বেশি অভিযোগ জমা পড়েছে বলে রাজভবন সূত্রে খবর।