Birbhum BJP: 'নো ডিউজ' সার্টিফিকেট না দেওয়ায় বাতিল প্রার্থীপদ, বীরভূমে দেবাশীষের বদলে দেবতনু

দেবাশীষ ধরের মনোনয়নপত্র সাবস্টেন্সিয়াল নেচার বলে মনে করছেন নির্বাচন কমিশন। জনপ্রতিনিধিত্ব আইনের ৩৬ নম্বর ধারা অনুযায়ী দেবাশীষ ধরের মনোনয়ন বাতিলযোগ্য বলে জানিয়েছে কমিশন। জানুন বিস্তারিত...

Birbhum BJP: 'নো ডিউজ' সার্টিফিকেট না দেওয়ায় বাতিল প্রার্থীপদ, বীরভূমে দেবাশীষের বদলে দেবতনু
বাতিল বীরভূমের দেবাশীষ ধরের প্রার্থীপদ। নতুন প্রার্থী দেবতনু ভট্টাচার্য।।

ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: দেবাশীষ ধরের মনোনয়ন বাতিল করল নির্বাচন কমিশন (Election Commission)। কমিশন সূত্রে খবর, রাজ্য সরকারের তরফে ‘নো ডিউজ়’ সার্টিফিকেট না দেওয়ায় বাতিল হল দেবাশীষ ধরের (Debasish Dhar) প্রার্থীপদ। এই নিয়ে দ্রুত হাইকোর্টের দ্বারস্থ হবেন দেবাশীষ ধর, খবর সূত্রের। এদিকে বিজেপির নতুন প্রার্থী প্রস্তুত ছিলই। মনোনয়ন বাতিলের সঙ্গে সঙ্গে বীরভূম কেন্দ্রে প্রার্থীর নাম প্রকাশ বিজেপির (BJP)। বীরভূমের বিজেপির নতুন প্রার্থী দেবতনু ভট্টাচার্য (Debtanu Bhattachrya)।  

কেন বাতিল হল, বীরভূমের বিজেপি প্রার্থী দেবাশীষ ধরের মনোনয়ন পত্র, কি জানাচ্ছেন নির্বাচন কমিশন? ২০১৬ সালে দিল্লি হাইকোর্টের একটি রায়ে বলা হয়েছিল, যদি কোন নির্বাচনী প্রার্থী কোনও সরকারি এজেন্সি থেকে পরিসেবা নেন। তিনি সেই পরিষেবার গত ১০ বছরে তাঁর কোনও বকেয়া নেই, এই বিষয়ে নো-ডিউস সার্টিফিকেট নিয়ে মনোনয়নপত্রে তাঁকে দাখিল করতে হবে। যদি তিনি তা না করেন তাহলে মনোনয়নপত্র হবে ত্রুটিপূর্ণ। দেবাশীষ ধরের ক্ষেত্রে এই ত্রুটি রয়েছে বলেই তাঁর মনোনয়নপত্র বাতিল করে নির্বাচন কমিশন। 

আরও পড়ুন: https://www.tribetv.in/Bikash-Ranjan-Bhattacharya-to-appear-in-court-due-to-allegation-of-hate-speech-against-mamata-banerjee

দেবাশীষ ধরের মনোনয়নপত্র সাবস্টেন্সিয়াল নেচার বলে মনে করছেন নির্বাচন কমিশন। জনপ্রতিনিধিত্ব আইনের ৩৬ নম্বর ধারা অনুযায়ী দেবাশীষ ধরের মনোনয়ন বাতিলযোগ্য বলে জানিয়েছে কমিশন। ইতিমধ্যেই দেবাশীষ ধরের মনোনয়নপত্র বাতিল করে বীরভূমের বিজেপি প্রার্থী হিসেবে দেবতনু ভট্টাচার্যকে প্রার্থী হিসেবে মনোনীত করা করেছে বিজেপি। প্রসঙ্গত, বীরভূমের নির্বাচনী প্রচারে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় সাফ জানিয়ে দিয়েছিলেন রাজ্য সরকার দেবাশীষ ধরকে নো-ডিউস সার্টিফিকেট দেয়নি।