পালিয়ে বিয়ে মানেনি পরিবার, বিষ খেয়ে আত্মঘাতী কিশোরী

বৃহস্পতিবার নিজের বাড়িতেই কীটনাশক খাই বয়স ১৭'র ঐ কিশোরী। বৃহস্পতিবার নিজের বাড়িতেই কীটনাশক খাই বয়স ১৭'র ঐ কিশোরী। 

পালিয়ে বিয়ে মানেনি পরিবার, বিষ খেয়ে আত্মঘাতী কিশোরী

ট্রাইব টিভি ডিজিটাল: মানসিক অবসাদের জের, কীটনাশক খেয়ে আত্মঘাতী কিশোরী। 
মৃতদেহ ময়নাতদন্তের জন্য শক্তি নগর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। এই বিষয়ে পরিবার ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত কিশোরীর বাড়ি পূর্বস্থলী থানার নীমদহ এলাকায়। 

আরও জানা গিয়েছে, বৃহস্পতিবার নিজের বাড়িতেই কীটনাশক খাই বয়স ১৭'র ঐ কিশোরী। 
পরিবারের লোকেরা তার বিষ খাওয়ার বিষয়টি বুঝতে পেরে দ্রুত তাকে নবদ্বীপ হাসপাতালে ভর্তি করেন। কিন্তু শেষরক্ষা হয়নি। চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় তার। শুক্রবার দেহটি ময়না তদন্তের জন্য শক্তিনগর জেলা হাসপাতালে পাঠায় পুলিশ। পরিবার সূত্রে খবর, সপ্তাহ খানেক আগে পালিয়ে গিয়ে বিয়ে করে সে। এরপর কয়েক দিন আগে পূর্বস্থলী থানার দারস্থ হয় পরিবার,  পুলিশ নাবালিকা কিশোরীকে উদ্ধার করে পরিবারের হাতে তুলে দেয়। এরপর বৃহস্পতিবার আত্মঘাতী হয় ঐ কিশোরী।

অন্যদিকে, বৃহস্পতিবার সাগরদিঘি থানার পুলিশ ও অ্যান্টি ক্রাইম টিম যৌথভাবে অভিযান চালিয়ে শেখদিঘির শীতলপাড়া, করমদি থেকে প্রচুর পরিমাণে গাঁজা সহ ১০ জনকে গ্রেফতার করছে। ধৃতদের কাছ থেকে ১০৮ কেজি গাঁজা বাজেয়াপ্ত করা হয়েছে। ধৃতদের মধ্যে ৫ জন মহিলা।

এই বিষয়ে জঙ্গিপুর এসডিপিও বিদ্যুৎ তরফদার বলেন, ''মাদক কারবারিরা চারটি ব্যাগে ১০৮ কেজি গাঁজা উত্তরবঙ্গ থেকে নিয়ে হাত বদলের জন্য দক্ষিণবঙ্গের দিকে যাচ্ছিল। গোপন সূত্র মারফত খবর পেয়ে বৃহস্পতিবার বিকেলে নাকা চেকিং চালিয়ে গাঁজা সহ ১০ জনকে গ্রেফতার করা হয়। ধৃতরা মুর্শিদাবাদ ও নদীয়া জেলার বাসিন্দা। ধৃতদের ১৪ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে বহরমপুরে মাদক সংক্রান্ত বিশেষ আদালতে তোলা হয়েছে। উদ্ধার হওয়া গাঁজার বাজারমূল্য প্রায় ১০ লক্ষ টাকা।