দু'দিনের রাজ্য সফরে কলকাতায় কেন্দ্রীয় পর্যটনমন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত

এখন দেখার এই তাল ঠোকাঠুকিতে রাজ্য এবং কলকাতার পর্যটনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ রাজ্য এবং কলকাতা ভারতের মানচিত্রে আবার আগের মত জায়গা করে নেয় নাকি। জানুন বিস্তারিত...

দু'দিনের রাজ্য সফরে কলকাতায় কেন্দ্রীয় পর্যটনমন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত
file image

ত্রয়ণ চক্রবর্তী, কলকাতা: দু'দিনের রাজ্য সফরে কেন্দ্রীয় পর্যটন মন্ত্রী এসেছিলেন। কলকাতার বিভিন্ন পর্যটন স্থান গুলো শনিবার দেখার পর ট্রাইব টিভিকে একান্তে জানিয়েছিলেন রাজ্যের পর্যটন বিষয় পরিকল্পনা করা দরকার। কেন্দ্রের বঞ্চনার জন্যই রাজ্য পর্যটনে সুযোগ পাচ্ছে না, পালটা জবাব দিতে দেরি করেনি তৃণমূল (TMC)।  

সুতানুটি, গোবিন্দপুর, কলকাতা এই নিয়ে আজকের কলকাতা। এক সময় ব্রিটিশরা যখন কলকাতা আক্রমণ করে তৎকালীন নবাব ছিলেন সিরাজদ্দৌলা। একদিনে ব্রিটিশদের অন্যপথ দেখিয়ে দেয়। সেসময় কলকাতার নাম ছিল আরশিনগর। একাধিক ঐতিহাসিক বিষয়ের শুধু সাক্ষী একদা ক্যালকাটা, এখনকার কলকাতা। সেই কলকাতায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ভারতীয় জাদুঘর, ন্যাশনাল লাইব্রেরী সহ একাধিক জায়গা। সরজমিনে দেখতে রাজ্যে এসেছিলেন কেন্দ্রীয় পর্যটন মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত (Cabinet Minister Gajendra Singh Shekhawat) এই দেখার ফাঁকে ট্রাইব টিভিকে একান্তে জানিয়েছিলেন, রাজ্যের উচিত পর্যটন নিয়ে পরিকল্পনা করা। 

আরও পড়ুন: https://tribetv.in/Rath-yatra-2024-cm-Mamata-Banerjee-pulls-chariot-at-iskcon-temple-kolkata

কেন্দ্রীয় পর্যটনমন্ত্রীর বক্তব্যের উত্তর দিতে দেরি করেননি তৃণমূল কংগ্রেস (TMC)। যারা এই মুহূর্তে রাজ্যে সরকারে রয়েছে। একাধিক ক্ষেত্রে কেন্দ্রীয় বঞ্চনা তোলার পাশাপাশি রাজ্যের বিভিন্ন দ্রষ্টব্য স্থানকে মোদি সরকার গুরুত্ব দেননা বলেও তোপ দেগেছেন তৃণমূল মুখপাত্র জয়প্রকাশ মজুমদার (Jayprokash Majumdar)। 

একদা দেশের রাজধানী ছিল কলকাতা (Kolkata)। বঙ্গভঙ্গ আন্দোলনের পর শঙ্কিত ব্রিটিশ ২০১১ সালে বঙ্গভঙ্গ আন্দোলন এবং অরাদের হারিয়ে মোহনবাগানের জয়ে শঙ্কিত ব্রিটিশ রাজধানী সরিয়ে নিয়ে যায় দিল্লিতে। তৃণমূল নেতৃত্বের অনেকেরই ইঙ্গিত, এমনটাই কলকাতা বা রাজ্যের দ্রষ্টব্য বা পর্যটন কেন্দ্রের গুরুত্বপুরব জায়গা গুলোকে গুরুত্ব দেয়না মোদি সরকার। এখন দেখার এই তাল ঠোকাঠুকিতে রাজ্য এবং কলকাতার পর্যটনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ রাজ্য এবং কলকাতা ভারতের মানচিত্রে আবার আগের মত জায়গা করে নেয় নাকি।