নজরে কেন্দ্রীয় বাহিনী, নির্বাচনে কড়া কমিশন

কড়া হাতে নির্বাচন সম্পন্ন করতে তৎপর কমিশন। এবার কেন্দ্রীয় বাহিনীর ওপরও নজরদারির সিদ্ধান্ত। জানুন বিস্তারিত...

নজরে কেন্দ্রীয় বাহিনী, নির্বাচনে কড়া কমিশন
ফাইল চিত্র

ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: কড়া হাতে নির্বাচন সম্পন্ন করতে তৎপর কমিশন। এবার কেন্দ্রীয় বাহিনীর ওপরও নজরদারির সিদ্ধান্ত। ভোটের দিন কেন্দ্রীয় বাহিনীর গতিবিধির ওপর নজরদারি রাখবে কমিশন। বাংলার শাসক দলের তোলা অভিযোগের ভিত্তিতেই এবার কেন্দ্রীয় বাহিনীর ওপরেও কড়া হল নির্বাচন কমিশন (Election Commission)। 

এই প্রথমবার ভোটের আটচল্লিশ ঘণ্টা আগে থেকে ভোট শেষ হওয়ার পর পর্যন্ত কেন্দ্রীয় বাহিনীর গতিবিধির ওপর নিজস্ব সার্ভিলেন্স টিম দিয়ে নজর রাখবে কমিশন। এবার কেন্দ্রীয় বাহিনীর গতিবিধির ওপর নজর রাখবে জাতীয় নির্বাচন কমিশন। রাজ্যে কেন্দ্রীয় বাহিনী আসার পর অনেক ক্ষেত্রেই দেখা গিয়েছে কখনও তারা হাজারদুয়ারি চলে যাচ্ছে তো কখনও তারা আলিপুর চিড়িয়াখানায় যাচ্ছে। এমনই অভিযোগ তুলছেন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস, বিরোধী দল কংগ্রেস ও বামেরা। 

আদতে কেন্দ্রীয় বাহিনীর যা কাজ, যেমন মানুষের মন থেকে ভয় ভীতি দূর করা, সেই কাজই হচ্ছে না। রাজনৈতিক দলগুলির এই অভিযোগের পরিপ্রেক্ষিতেই এবার প্রথমবার কেন্দ্রীয় বাহিনীর গতিবিধির ওপর নজরদারি রাখতে চলেছে কমিশন।