দুর্গাপুর প্ল্যান্টে মর্মান্তিক ঘটনা, চোখের সামনে টুকরো-টুকরো হয়ে গেল শ্রমিকের দেহ

গত মাসে ২০ নভেম্বরও দুর্গাপুর প্ল্যান্টে আরও এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। তাতে মৃত্যু হয়েছিল এক শ্রমিকের। জখম হন আরও তিন জন শ্রমিক।

দুর্গাপুর প্ল্যান্টে মর্মান্তিক ঘটনা, চোখের সামনে টুকরো-টুকরো হয়ে গেল শ্রমিকের দেহ

ট্রাইব টিভি ডিজিটাল: ফের দুর্গাপুর স্টিল প্ল্যান্টে দুর্ঘটনা। বৃহস্পতিবার গভীররাতে দুর্ঘটনায় মৃত্যু হল এক কর্মচারীর। মৃতের নাম আশুতোষ ঘোষাল(৫৪)। তাঁর বাড়ি স্টিল টাউনশিপের বি- জোন এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে ডিএসপি কারখানায় চাঞ্চল্য ছড়ায়। 

জানা গিয়েছে, ওই কর্মী ডিএসপি'র  আর,এম,এইচ,পি বিভাগের স্থায়ী কর্মী ছিলেন। এদিন রাত ১০'টায় তিনি নাইট শিফ্টের ডিউটিতে যোগ দিয়েছিলেন। এরপর গভীররাতে কর্মরত অবস্থায় আশুতোষবাবু চলন্ত কনভেয়র বেল্টের ওপর পড়ে যান। ছিন্নভিন্ন হয়ে যায় তাঁর দেহ। দুর্ঘটনার প্রায় ২ ঘন্টা পর তাঁর খন্ড খন্ড দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়। জানা গিয়েছে পরিবারে তাঁর স্ত্রী ও এক ছেলে রয়েছে।

সূত্রের খবর, গত মাসে ২০ নভেম্বরও দুর্গাপুর প্ল্যান্টে আরও এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। তাতে মৃত্যু হয়েছিল এক শ্রমিকের। জখম হয়েছেন আরও তিন জন শ্রমিক। গলিত লোহার ল্যাডল উলটে গিয়ে সেই তপ্ত লোহা গায়ে পড়ে শ্রমিকরা আহত হন বলে জানা গিয়েছে। মৃত শ্রমিকের নাম পল্টু বাউরি (৩০)। জখম শ্রমিকরা হলেন প্রশান্ত বন্দ্যোপাধ্যায়, প্রশান্ত ঘোষ ও গোপী রাম। আহত ঠিকাদারি শ্রমিকদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা প্ল্যান্ট জুড়ে। দুর্ঘটনার কারণ জানতে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়।