Mumbai Rain: রাতভর বৃষ্টিতে বানভাসি বাণিজ্যনগরীতে বন্ধ স্কুল-কলেজ, বিপর্যস্ত ট্রেন পরিষেবা

পরিস্থিতি এতটাই খারাপ পর্যায়ে পৌঁছেছে যে, সোমবার সপ্তাহের প্রথম কাজের দিনে স্কুল কলেজে অর্ধদিবস ছুটি ঘোষণা করতে বাধ্য হল প্রশাসন। জরুরি দরকার ছাড়া বাড়ি থেকে বেরোতেও বারণ করা হয়েছে মুম্বইবাসীকে। জানুন বিস্তারিত...

Mumbai Rain: রাতভর বৃষ্টিতে বানভাসি বাণিজ্যনগরীতে বন্ধ স্কুল-কলেজ, বিপর্যস্ত ট্রেন পরিষেবা
ভারী বৃষ্টিতে বিপর্যস্ত মুম্বই (ছবি সৌজন্যে- এক্স হ্যান্ডেল)

ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: কোথাও গরম হাঁসফাঁস অবস্থা তো আবার কোথাও ব্যাপক বৃষ্টিতে কার্যত বানভাসি পরিস্থিতি। সপ্তাহের শুরুতে একটানা বৃষ্টিতে কার্যত জলের তলায় ডুবে বাণিজ্যনগরী মুম্বই। রবিবার রাতে থেকে একটানা মুষলধারা বৃষ্টিতে বিপর্যস্ত মুম্বইয়ের জনজীবন। সোমবার সকাল থেকেও একই অবস্থা মুম্বইয়ের একাধিক এলাকায়। কাজে বেরিয়ে কার্যত জলে নাকানি চোবানি খেতে হচ্ছে সাধারণ মানুষকে। 

পরিস্থিতি এতটাই খারাপ পর্যায়ে পৌঁছেছে যে, সোমবার সপ্তাহের প্রথম কাজের দিনে স্কুল কলেজে অর্ধদিবস ছুটি ঘোষণা করতে বাধ্য হল প্রশাসন। জরুরি দরকার ছাড়া বাড়ি থেকে বেরোতেও বারণ করা হয়েছে মুম্বইবাসীকে। রবিবার রাত থেকেই বৃষ্টি শুরু হয়েছিল মুম্বইয়ে। সোমবার সকাল পর্যন্ত টানা সাত-আট ঘণ্টা সেই বৃষ্টি চলেছে। তাতেই ডুবজলে দেশের অর্থনৈতিক রাজধানী। অধিকাংশ এলাকাতেই রেললাইনে জল জমেছে। নিচু এলাকাগুলিতে সড়কপথে হাঁটুর উপরে উঠেছে জমা জল। 

আরও পড়ুন: https://tribetv.in/Siliguri-to-Darjeeling-110-national-high-way-was-closed-due-heavy-rain

কিছু কিছু এলাকায় জলের স্রোতে রাস্তায় গাড়ি ভেসে যাওয়ার খবরও মিলেছে। জমা জলের সমস্যা রয়েছে আন্ধেরি, কুর্ল, বান্দুপ, কিং’স সার্কেল, ভিলে পার্লে এবং দাদরেও। বাতিল হয়েছে বহু ট্রেন এবং বাস পরিষেবা। তবে দূরপাল্লার ট্রেন বাতিল হওয়ার খবর দুপুর পর্যন্ত মেলেনি। বাতিল হয়েছে পুণে থেকে মুম্বইগামী কিছু প্যাসেঞ্জার ট্রেন এবং লোকাল ট্রেন। এদিকে লোকাল ট্রেনই মুম্বইয়ের ‘জীবনরেখা’। অতিভারী বৃষ্টিতে অনির্দিষ্ট সময়ের জন্য বন্ধ রাখা হয়েছে সেই লাইফ লাইন।

https://x.com/ANI/status/1810114054519943330 

এর মধ্যেই মৌসম ভবন জানিয়েছে, মুম্বইয়ে আবহাওয়ার পরিস্থিতিতে সোমবার কোনও বদলের আশা নেই। বরং বেলার দিকে আবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। সে ক্ষেত্রে আরও বিপর্যস্ত হতে পারে মুম্বইয়ের ট্র্যাফিক এবং রাস্তাঘাটের পরিস্থিতি। দুপুর ২টো নাগাদ আরব সাগরের ঢেউয়ের উচ্চতা ১৪ ফুটের কাছাকাছি পৌঁছতে পারে বলে সতর্ক করা হয়েছে। একই সঙ্গে মুম্বইবাসীকে বলা হয়েছে সমুদ্রসৈকতে না যেতে। জরুরি প্রয়োজন না হলে বাড়ির বাইরে না বেরেোনোর পরামর্শও দেওয়া হয়েছে তাঁদের।