পুজো কমিটির দখল কার হাতে? তৃণমূলের কাউন্সিলরের সঙ্গে বচসায় মৃত ১

পুজো কমিটির মিটিংয়ে একজন সদস্যকে মারধোর করেছে স্থানীয় কাউন্সিলর ও তাঁর দলবল। মারধোরে ওই সদস্যের মৃত্যু হয়েছে। ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া দরকার। তাঁরা মৃতের পরিবারের সঙ্গে কথাও বলবেন। 

পুজো কমিটির দখল কার হাতে? তৃণমূলের কাউন্সিলরের সঙ্গে বচসায় মৃত ১
file image

ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বারাকপুরে তৃণমূল কাউন্সিলরের দাদাগিরি! পুজো কমিটির দখল কার হাতে থাকবে? তা নিয়ে বচসার জেরে মর্মান্তিক ঘটনা বারাকপুরে (Barrackpore)। মৃতের নাম পার্থ চৌধুরী, (Partha Couwdhury) বয়স ৪৩ বছর। মৃত্যুর নেপথ্যে দায়ী করা হচ্ছে স্থানীয় তৃণমূল কাউন্সিলরের দলবলকেই। ফোন করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary)। 

পুজো কমিটির গন্ডগোল ঘিরে মৃত্যু হল এক তরুণ সদস্যের। অভিযোগের তির স্থানীয় কাউন্সিলর ও তাঁর দলবলের বিরুদ্ধে। টিটাগড় থানার ব্যারাকপুর পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের ওল্ড ক্যালকাটা রোডের ওডিসি ক্লাবের ঘটনা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুর্গাপুজো উপলক্ষে ওই ক্লাবের নতুন পুজো কমিটি তৈরি নিয়ে রবিবার রাতে গন্ডগোল বাধে। অভিযোগ, স্থানীয় কাউন্সিলর মৌসুমী মুখার্জি (Mousumi Mukherjee) দলবল নিয়ে সেখানে হাজির হন। তিনি সাফ জানিয়ে দেন নতুন কমিটি মানবেন না। এমনকি তাকে ওই পুজো কমিটির সভাপতি করতে হবে। 

আরও পড়ুন: https://tribetv.in/Union-Tourism-Minister-Gajendra-Singh-Shekhawat-in-Kolkata-on-a-two-day-state-visit#google_vignette

যার জেরে দু'পক্ষের মধ্যে ব্যাপক গন্ডগোল বেধে যায়। অভিযোগ, কাউন্সিলর ও তাঁর দলবল পুজো কমিটির সদস্য পার্থ চৌধুরীকে মারধোর করে। অসুস্থ হয়ে পড়লে তাঁকে তৎক্ষনাৎ ব্যারাকপুর বিএনবসু মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। ঘটনা নিয়ে পুরপ্রধান উত্তম দাস (Uttam Das) বলেন, শুনেছি ক্লাবের পুজো কমিটি গড়া নিয়ে ঝামেলা হয়। ধাক্কাধাক্কির জেরে একজন সদস্য হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে। পুলিশ তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেবে। 

আরও পড়ুন: https://tribetv.in/Rath-yatra-2024-cm-Mamata-Banerjee-pulls-chariot-at-iskcon-temple-kolkata

গোটা বিষয়টি অস্বীকার করে তৃণমূল কাউন্সিলর মৌসুমী মুখার্জি বলেন, ঝামেলা বা মারধরের কোন ঘটনা ঘটেনি। পার্থ কাজ থেকে বাড়ি ফিরছিল হৃদরোগে আক্রান্ত হয়ে বাড়ির সামনেই পড়ে গিয়েছিল। তারপরেই সব শুনলাম। পুজো কমিটির মিটিং এর সাথে এর কোন সম্পর্ক নেই। যদিও খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন বিজেপি নেতা তথা আইনজীবী কৌস্তব বাগচী। তিনি বলেন, পুজো কমিটির মিটিংয়ে একজন সদস্যকে মারধোর করেছে স্থানীয় কাউন্সিলর ও তাঁর দলবল। মারধোরে ওই সদস্যের মৃত্যু হয়েছে। ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া দরকার। তাঁরা মৃতের পরিবারের সঙ্গে কথাও বলবেন। 

কৌস্তভ বলেন, ঘটনাটি তিনি প্রাক্তন সাংসদ অর্জুন সিং ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে তিনি জানিয়েছেন।এমনকি মৃতের দাদার সাথে ফোনে কথা বলতে দেখা গেল শুভেন্দু অধিকারী কেউ।প্রয়োজনে তিনি তার বাড়িতে আসবেন এমনটাও অস্বস্ত করেছেন তাকে।