চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় 'সিত্রাং', দীঘায় জারি সতর্কবার্তা

আগামী ২৩ অক্টোবর  নিম্নচাপের কারনে ঘূর্ণিঝড়ের সম্ভবনা রয়েছে। আর সেই ঘূর্ণিঝড়ের আগাম সতর্কবার্তা জারি করেছ জেলা প্রশাসন। 

চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় 'সিত্রাং', দীঘায় জারি সতর্কবার্তা

ট্রাইব টিভি ডিজিটাল: হাতে গোনা আর মাত্র দু'দিনের অপেক্ষা। তারপরই শুরু হবে আলোর উৎসব কালীপুজো, দিওয়ালি। উৎসবের মরশুমের মধ্যে গত কয়েক দিন ধরে কপালে যেটা চিন্তার ভাঁজ ফেলছে তা হল আন্দামান সাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত এবং তার জেরে নিম্নচাপের আশঙ্কা। যা কালীপুজোয় জল ঢালতে পারে বলে আগাম সতর্কতা বার্তা দিয়ে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। 

এদিকে উৎসবের আবহে 'সিত্রাং' ঘূর্ণিঝড়ের সতর্কতা পূর্ব মেদিনীপুর জেলায় মাইকিং করে  সতর্কবার্তা  জানানো হচ্ছে। দীঘা, তাজপুর,জুনপুট,মন্দারমনি, শংকরপুরে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হচ্ছে।

 আগামী ২৩ অক্টোবর  নিম্নচাপের কারনে ঘূর্ণিঝড়ের সম্ভবনা রয়েছে। আর সেই ঘূর্ণিঝড়ের আগাম সতর্কবার্তা জারি করেছ জেলা প্রশাসন। মৎস্যজীবীদের যেমন ২২ তারিখের মধ্যে পাড়ে ফিরে আসার নির্দেশ এবং ২৩ তারিখ থেকে কেউ যেনও মাঝ সমুদ্রে মাছ ধরতে না যায়। পাশাপাশি পর্যটকদেরও সচেতন করা হচ্ছে।

 প্রাকৃতিক দূর্যোগের সম্ভবনা রয়েছে তাই ২২ তারিখ থেকে ২৪ তারিখ পর্যন্ত সমুদ্রে নামার বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। দিঘা পেটুয়া সহ সমুদ্র এলাকা জুড়ে পুলিশের মাইকিং শুরু করা হয়েছে প্রশাসনের তরফে। মাইকিং এর পাশাপাশি এখন থেকেই পর্যটকদের সচেতন করার পাশাপাশি  নজর দারি বাড়ানো হচ্ছে। তৈরি রাখা হচ্ছে  বিপর্যয় মোকাবিলা টিমকে। ইতিমধ্যেই কন্ট্রোল রুম খোলা হয়েছে। দীঘা ফিশারমেন অ্যাসোসিয়েশন তরফে মাঝ সমুদ্রে মাছ ধরতে যাওয়া ট্রলারদের দ্রুত ২২ তারিখে মধ্যে নিরাপদ স্থানে ফিরে আসতে বলা হয়েছে।