Heavy Rain News: প্রবল বৃষ্টিতে বন্যার অশনি সঙ্কেত, পুজোর আগেই জলের তলায় একাধিক গ্রাম

নিম্নচাপের টানা বৃষ্টিতে ডুবলো কজওয়ে, বন্ধ যোগাযোগ ব্যবস্থা। এলাকার বেশ কিছু জায়গা জল ঢোকার আশঙ্কা। ব্যাপক সমস্যায় সাধারণ মানুষ। বিস্তারিত জানতে সম্পূর্ণ প্রতিবেদন পড়ুন...

Heavy Rain News: প্রবল বৃষ্টিতে বন্যার অশনি সঙ্কেত, পুজোর আগেই জলের তলায় একাধিক গ্রাম
একটানা বৃষ্টিতে জলমগ্ন পশ্চিম মেদিনীপুরের একাধিক গ্রাম

ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বঙ্গপোসাগরে নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গ জুড়ে টানা কয়েকদিনের বৃষ্টিপাত। আর সেই কারনেই রীতিমতো বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল, চন্দ্রকোনা, দাসপুর, পিংলার মতো বন্যাপ্রবণ এলাকাগুলিতে। আকাশের থেকে পড়া জল এবং নদীর উপচে পড়া জল এই দুইয়ের সাঁড়াশি চাপের জেরে মন খারাপের মেঘ জেলাজুড়ে। দুর্গাপুজো আসতে আর হাতে মাত্র কয়েকটা দিন বাকি। কিন্তু তার আগেই যা পরিস্থিতি তাতে নদীর জলে এলাকা প্লাবিত হতে আর বেশি বাকি নেই।

পুজোর আগেই বন্যা পরিস্থিতি দেখা দেওয়ার কারণে রীতিমতো কপালে চিন্তার ভাঁজ সাধারণ মানুষের। দক্ষিণবঙ্গ জুড়ে লাগাতার বৃষ্টির কারণে দুর্গাপুর, মাইথন,পাঞ্চেত, তিলাইয়া সহ বিভিন্ন জলাধারগুলি থেকে ধীরে ধীরে জল ছাড়ার প্রক্রিয়ায় শুরু হয়েছে। ইতিমধ্যেই বর্ষার জলে নদীগুলি পুষ্ট রয়েছিল আর এর  উপর  জলাধারগুলির অতিরিক্ত জল এসে পড়ায় নদীর জল ধারণ ক্ষমতা হারিয়ে এলাকাগুলি প্লাবিত হতে শুরু করেছে। বেশ কিছু জায়গায় এখন যাতায়াতের একমাত্র ভরসা ছোট ডিঙি বা নৌকো। যদিও প্রশাসনের তরফে এখনই এই পরিস্থিতিকে বন্যা পরিস্থিতি বলে ঘোষণা করা হচ্ছে না। তবে পরিস্থিতির উপর নজরদারি চলছে।

আরও পড়ুন: https://tribetv.in/Farmers-are-facing-trouble-due-to-flowers-rotten-for-heavy-rain

অন্যদিকে, নিম্নচাপের টানা বৃষ্টিতে ডুবলো কজওয়ে, বন্ধ যোগাযোগ ব্যবস্থা। এলাকার বেশ কিছু জায়গা জল ঢোকার আশঙ্কা। ব্যাপক সমস্যায় সাধারণ মানুষ। ঝাড়গ্রামের রোহিনী কিংবা বেলিয়াবেড়া যাওয়ার একমাত্র পথ এই বড়ামারা সেতু। কিন্তু গতকাল থেকে নিম্নচাপের টানা অতিভারি বৃষ্টিতে নদীতে ব্যাপক জল বাড়ায় জলের তলায় ঝাড়গ্রামের গোপীবল্লভপুর ২ নম্বর ব্লকের গোয়ালমারা এলাকার বড়মারা কজওয়ে সেতুটি। যারফলে প্রায় বেলিয়াবেড়া ও ঝাড়গ্রাম শহরে যাওয়ার যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন। পাশাপাশি প্রায় ১০ থেকে ১৫টি গ্রামের যোগাযোগ ব্যবস্থা এই সেতু। কিন্তু ডুলুং নদীতে জল বাড়ার কারণে এই সেতুর উপর দিয়ে জল যাওয়ার কারণে যোগাযোগ বিচ্ছিন্ন।

আরও পড়ুন: https://tribetv.in/Sandip-Ghosh-and-Abhijit-Mondal-case-hearing-in-RG-Kar-incident

 উল্লেখ্য, গত চার থেকে পাঁচ বছর আগে ওই রাস্তার উপরে একটা সেতু ছিল। কিন্তু ওই সেতুর একাংশ ভেঙ্গে যাওয়ার কারণে বিকল্প এই ডুলুং নদীর উপরে কজওয়ে বানানো হয়। কিন্তু এতেও বিপত্তি। শনিবার থেকে অতিভারী বৃষ্টির ফলে বিকল্প কজওয়ের উপর দিয়ে জল পারাপার করলে যোগাযোগ বিচ্ছিন্ন হয় বহু গ্রামের। তবে বৃষ্টির ফলে জল বাড়ার পরিমাণ এতটাই যেকোনও সময় পার্শ্ববর্তী গ্রাম এলাকায় জল প্রবেশ করতে পারে বলে আশঙ্কা। পাশাপাশি জল বাড়ার কারণে এলাকার জমি, মাঠ ডুবে গিয়েছে।