আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের ফের চিঠি মুখ্যসচিবের, বিকেল ৫টায় কালীঘাটে বৈঠকে বসার আহ্বান

আরজি করে মহিলা চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনার প্রতিবাদে স্বাস্থ্য ভবনের সামনে ধর্নায় বসেছেন জুনিয়র চিকিৎসকেরা। সোমবার তাঁদের ধর্নার সপ্তম দিন। এর মাঝে বার বার মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের চেষ্টা ভেস্তে গিয়েছে। জানুন বিস্তারিত...

আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের ফের চিঠি মুখ্যসচিবের, বিকেল ৫টায় কালীঘাটে বৈঠকে বসার আহ্বান
জুনিয়র ডাক্তারদের সঙে ফের বৈঠকের আহ্বান জানিয়ে চিঠি মুখ্যসচিবের

ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের ফের ডাকা হল বৈঠকের জন্য। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে এবার তাঁদের ডাকা হয়েছে। এই মর্মে মুখ্যসচিব মনোজ পন্থ জুনিয়র ডাক্তারদের ইমেল করেছেন। আজ বিকেল ৫টায় মুখ্যমন্ত্রীর বাসভবনে আলোচনার জন্য আন্দোলনরত জুনিয়র ফের ইমেল করে চিঠি পাঠিয়েছেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ। সুপ্রিম শুনানির ২৪ ঘণ্টা আগে ফের আন্দোলনরত ডাক্তারদের চিঠি। তবে চিঠিতে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে বৈঠকের কোনও লাইভ স্ট্রিমিং হবে না। শুধু তাই নয়, এর আগের বৈঠকগুলিতে ভিডিয়োগ্রাফির কথা উল্লেখ থাকলেও এবারের চিঠিতে আরও একটি বিষয় স্পষ্ট করে দেওয়া হয়েছে, সেটি হল বৈঠকের লাইভস্ট্রিমিং বা ভিডিয়োগ্রাফি কোনওটাই নয়। শুধুমাত্র দু'পক্ষের আলোচনার বিশদ বিবরণী লিখিত আকারে দিয়ে দেওয়া হবে উভয় পক্ষের সই করে। 

সোমবার মুখ্যসচিবের ইমেলে আরও একটি বিষয় স্পষ্ট করে দেওয়া হয়েছে যে, এটাই পঞ্চম তথা শেষবার বৈঠকে বসার আবেদন। এরপরে আর কোনও বৈঠকে ডাকবে না রাজ্য সরকার। এদিন বিকেল ৫টায় কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাসভবনে এই বৈঠকে যোগ দেওয়ার জন্য আবেদন জানিয়েছেন তিনি। শুধু তাই নয়, সুপ্রিম শুনানির আগের দিন এই বৈঠক ডাকা হলেও নিজেদের ৫দফা দাবিতে এখনও অনড় আন্দোলনকারী চিকিৎসকরা।

প্রসঙ্গত, আরজি করে মহিলা চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনার প্রতিবাদে স্বাস্থ্য ভবনের সামনে ধর্নায় বসেছেন জুনিয়র চিকিৎসকেরা। সোমবার তাঁদের ধর্নার সপ্তম দিন। এর মাঝে বার বার মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের চেষ্টা ভেস্তে গিয়েছে। ডাক্তারেরা প্রথম থেকে বৈঠকের সরাসরি সম্প্রচারের দাবিতে অনড় ছিলেন। প্রথমে নবান্নে আন্দোলনকারীদের প্রতিনিধিদের ডাকা হয়েছিল। মুখ্যমন্ত্রী দু’ঘণ্টার বেশি সময় ধরে অপেক্ষা করলেও সে দিন বৈঠক হয়নি। সরকার সরাসরি সম্প্রচারে রাজি হয়নি। তার পর শনিবার আচমকা সল্টলেকে স্বাস্থ্য ভবনের সামনে ধর্নামঞ্চে পৌঁছে যান মমতা।

আরও পড়ুন: https://tribetv.in/CM-Mamata-Banerjee-in-Salt-Lake-Swasthya-Bhavan-amid-Doctors%E2%80%99-protest

ডাক্তারদের কাজে ফেরার অনুরোধ করেন। সে দিনই আবার বিকালে তাঁদের কালীঘাটে ডাকা হয়। কিন্তু সরাসরি সম্প্রচার এবং বৈঠকের ভিডিয়োগ্রাফির দাবি নিয়ে মতানৈক্যে বৈঠক আবার ভেস্তে যায়। মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে বৃষ্টি মাথায় নিয়ে অপেক্ষা করেছিলেন ডাক্তারেরা। মমতা নিজেও বেরিয়ে এসেছিলেন। বৈঠক না করতে চাইলে তাঁদের অন্তত চা খাওয়ার জন্য অনুরোধ করেছিলেন তিনি। কিন্তু তা-ও হয়নি। 
এখন দেখার আজকের বৈঠকের মোড় কোন দিকে নেয়? তাঁরা বৈঠকে যাবেন কিনা তা এখনও স্পষ্ট না হলেও জট কাটাতে তৎপর দু'পক্ষই।