সন্দেশখালির ঘটনায় রামমোহনের আত্মা কাঁদছে: মোদি

বাংলায় এসেই সন্দেশখালি নিয়ে তৃণমূলকে নিশানা করলেন নরেন্দ্র মোদি। শুক্রবার আরামবাগের দলীয় সভা থেকে সন্দেশখালি নিয়ে প্রধানমন্ত্রী বলেন, ''মা মাটি মানুষের ঢোল বাজানো তৃণমূল সন্দেশখালির বোনেদের সঙ্গে যা করেছে তা দেখে গোটা দেশ দুঃখিত।

সন্দেশখালির ঘটনায় রামমোহনের আত্মা কাঁদছে: মোদি
(ফাইল চিত্র)

ট্রাইব টিভি ডিজিটাল: 'বাংলার মাটিতে সন্দেশখালির মতো ঘটনা। রাজা রামমোহন রায়ের আত্মা কাঁদছে।' বাংলায় এসেই আরামবাগের জনসভা থেকে সন্দেশখালি ইস্যুতে তৃণমূলকে আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ঘটনার মাস্টার মাইন্ড এতদিন পর কেন গ্রেফতার হল? সেই প্রশ্নও তুললেন। অপরাধীকে আড়াল করে রাখা হয়েছিল। সন্দেশখালির ঘটনা গোটা দেশ দেখেছে বলেও তৃণমূলকে নিশানা করতে ছাড়লেন না মোদি। আন্দাজ করা গিয়েছিল আগেই। আর হলও তাই।

বাংলায় এসেই সন্দেশখালি নিয়ে তৃণমূলকে নিশানা করলেন নরেন্দ্র মোদি। শুক্রবার আরামবাগের দলীয় সভা থেকে সন্দেশখালি নিয়ে প্রধানমন্ত্রী বলেন, ''মা মাটি মানুষের ঢোল বাজানো তৃণমূল সন্দেশখালির বোনেদের সঙ্গে যা করেছে তা দেখে গোটা দেশ দুঃখিত। রাজা রামমোহন রায়ের আত্মা যেখানেই থাকুন তিনি আজ এই পরিস্থিতি দেখে কাঁদছেন। তৃণমূলের নেতা সন্দেশখালিতে মা, বোনদের উপর অত্যাচারের সব সীমা পার করে দিয়েছে।''   

আরও পড়ুন: https://www.tribetv.in/Modi-announced-allocation-of-another-13-thousand-crores-to-speed-up-railway-services-in-Bengal

 সন্দেশখালিতে মহিলাদের ওপর নির্যাতনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভুমিকা নিয়েও প্রশ্ন তুললেন মোদি। সন্দেশখালির মাস্টার মাইন্ড শেখ শাহজাহানকে আড়াল করার চেষ্টা হয়েছে বলেও নাম না করে শাসক দল ও রাজ্য প্রশাসনকেও একহাত নিয়েছেন মোদি। বিজেপির চাপেই শাহজাহানকে গ্রেফতার করতে পুলিশ বাধ্য হয়েছে বলেও দাবি মোদির। সন্দেশখালির ঘটনায় বাংলার মানুষ তৃণমূলকে ক্ষমা করবে না। এর জবাব নির্বাচনেই মানুষ দেবে বলেই আত্মবিশ্বাসী মোদি।

আরও পড়ুন: https://www.tribetv.in/Calcutta-High-court-approved-suvendu-adhikari-plea-to-go-to-sandeshkhali

শুধু তৃণমূল বা মমতা বন্দ্যোপাধ্যায় নয়, INDIA জোটের শরিকদেরও আক্রমণ করতে ছাড়েননি মোদি। তৃণমূলের বিদায় ঘণ্টা বেজে গিয়েছে বলেও কটাক্ষ মোদির।  সন্দেশখালি অস্ত্রে শাসক দলকে ঘায়েল করে লোকসভা নির্বাচনের ভোটবাক্সে বিজেপি যে ফয়দা তুলতে চাইছে, তা শুক্রবার নরেন্র মোদির আরামবাগের বক্তব্য থেকেই পরিস্কার।