ভোটের আগে ঘুম ভাঙল কেন্দ্রের! বাংলায় এসে রেল প্রকল্পে বাড়তি অনুমোদন মোদির

একগুচ্ছ নতুন প্রকল্পের কথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন,  ''একুশ শতকের ভারত দ্রুত গতিতে এগিয়ে চলেছে। আমরা সবাই মিলে ২০৪৭ পর্যন্ত বিকশিত ভারত তৈরি করার লক্ষ্য নিয়েছি। বিস্তারিত জানুন...

ভোটের আগে ঘুম ভাঙল কেন্দ্রের! বাংলায় এসে রেল প্রকল্পে বাড়তি অনুমোদন মোদির
(ফাইল চিত্র)

ট্রাইব টিভি ডিজিটাল: পাখির চোখ লোকসভা নির্বাচন। দু'দিনের বঙ্গ সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার হুগলির আরামবাগে দলীয় জনসভার পাশাপাশি। একগুচ্ছ নতুন প্রকল্পের কথা ঘোষণা করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন,  ''একুশ শতকের ভারত দ্রুত গতিতে এগিয়ে চলেছে। আমরা সবাই মিলে ২০৪৭ পর্যন্ত বিকশিত ভারত তৈরি করার লক্ষ্য নিয়েছি। দেশের গরিব, কৃষক, মহিলা, যুবদের উন্নতি আমাদের প্রাথমিক লক্ষ্য। আমরা প্রতিনিয়ত গরীব কল্যাণ করেছি। যার পরিণাম আজ বিশ্ব দেখছে।''

তিনি বলেন,  ''দেশের ২৫ কোটি লোক দারিদ্র্যসীমা থেকে বাইরে এসেছেন। এটা প্রমাণ করে আমাদের দেশের সরকারের নীতি, নিয়ম, দিশা সঠিক আছে। এর মূল কারণ আমাদের উদ্দেশ্য সঠিক। পশ্চিমবঙ্গের বিকাশের জন্য ৭ হাজার কোটি টাকার বেশি প্রকল্পের শিলান্যাস এবং উদঘাটন হয়েছে। এর মধ্যে রেল, পেট্রোলিয়াম, জল সামিল। আমাদের চেষ্টা হল পশ্চিমবঙ্গেও সমগ্র দেশের রেলের উন্নয়ন দ্রুত গতিতে হোক।'' 

আরও পড়ুন: https://www.tribetv.in/calcutta-high-court-ordered-Shahjahan-to-be-arrested-by-ED-CBI-or-police-as-soon-as-possible

''ভবিষ্যতের দিকে লক্ষ্য রেখে শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট সহ আরও ৩ টি প্রকল্পের১০০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। ভারত বিশ্বকে দেখিয়ে দিয়েছে বিকাশ কিভাবে করা যায়। হলদিয়া থেকে বারাউনি পর্যন্ত ৫০০ কিমির বেশি ক্রুড অয়েল পাইপ লাইন এর উদাহরণ। এর ফলে বিহার ঝাড়খণ্ড, ওড়িশা এবং পশ্চিমবঙ্গের রিফাইনারিতে তেল পৌঁছে দেওয়া যাবে। পশ্চিম মেদিনীপুরের এলপিজি বটলিং শুরু হয়েছে তাতে ৭ টি জেলা উপকৃত হবে। এতে যুব সমাজের কর্ম সংস্থান হবে। গঙ্গা নদীর দূষণ কমাতে সিউয়েজ ট্রিটমেন্ট প্লান্ট শুরু হতে চলেছে। এর ফলে হাওড়, হুগলি, বরানগরের লোকেরা উপকার হবে।''  

আরও পড়ুন: https://www.tribetv.in/ISL-Durbey-reschedule-due-to-tmc-brigade-campaign-on-10-march

''ভারত সরকার এই বছর পশ্চিমবঙ্গের রেলওয়ের জন্য ১৩ হাজার কোটি টাকার বেশি অনুমোদন দিয়েছে। ২০১৪ এর তুলনায় ৩ গুণ বেশি। রেল লাইনের ইলেকট্রিফিকেশন, যাত্রী সুবিধা এবং অন্যান্য পরিষেবায় গুরুত্ব দেওয়া হয়েছে। বিগত ১০ বছরে পশ্চিমবঙ্গের বহু থমকে থাকা রেলওয়ে প্রকল্প সম্পূর্ণ হয়েছে। ৩০০০ কিমির বেশি রেলওয়ে ট্রাক বৈদ্যুতিকিকরণ হয়েছে। অমৃত স্টেশন ১০০ রেলওয়ে স্টেশনের পুনর্বিন্যাস হচ্ছে। তারকেশ্বরও আছে তার মধ্যে। বিগত ১০ বছরে পশ্চিমবঙ্গে ১৫০ এর বেশি নতুন ট্রেন শুরু হয়েছে। ৫ টি নতুন বন্দে ভারত ট্রেন হয়েছে। বন্ধুগণ আমার বিশ্বাস পশ্চিমবঙ্গের মানুষের সহায়তায় আমরা বিকশিত ভারতের লক্ষ্য পূরণ করব।''