আজ থেকেই একবেলা আহার গ্রহন করবেন প্রধানমন্ত্রী, রামমন্দির উদ্বোধনে একাধিক রাজ্যে ছুটির ঘোষণা

উদ্বোধনের আগেই আজ দুপুরে রাম মন্দিরকে গন্তব্যে রেখে কলকাতা বিমানবন্দর থেকে রওনা দিল অযোধ্যাগামী প্রথম বিমান।  আগামী ১৮ জানুয়ারি রামলালার মূর্তি স্থাপন হবে গর্ভগৃহে। আরও পড়ুন...

আজ থেকেই একবেলা আহার গ্রহন করবেন প্রধানমন্ত্রী,  রামমন্দির উদ্বোধনে  একাধিক রাজ্যে ছুটির ঘোষণা
(ফাইল চিত্র)

ট্রাইব টিভি ডিজিটাল: নানা বিতর্কের জট কাটিয়ে অবশেষে আগামী সপ্তাহেই উদ্বোধন হতে চলেছে অযোধ্যার রামমন্দির। উদ্বোধনের আগেই কার্যত উৎসবের মেজাজে সেজে উঠেছে রামলালার জন্মভূমি। রাম মন্দির উদ্বোধন ঘিরে উন্মাদনায় ফুটছে সারাদেশ। এখন থেকেই জনজোয়ারে ভাসছে অযোধ্যানগরী। আগামী সপ্তাহেই উদ্বোধন অযোধ্যার রামমন্দির। জোরকদমে চলছে প্রস্তুতি পর্বের পুজোপাঠ, আচার অনুষ্ঠান। ইতিমধ্যেই  গোটা দেশের বিভিন্ন প্রান্তের তীর্থযাত্রীরা রওনা দিয়েছেন দেবভূমি অযোধ্যার উদ্দেশ্যে। উন্মাদনাও ফুটছে বাংলার রাম ভক্তরাও। 

এদিকে উদ্বোধনের আগেই আজ দুপুরে রাম মন্দিরকে গন্তব্যে রেখে কলকাতা বিমানবন্দর থেকে রওনা দিল অযোধ্যাগামী প্রথম বিমান।  আগামী ১৮ জানুয়ারি রামলালার মূর্তি স্থাপন হবে গর্ভগৃহে। উদ্বোধনের আগে পর্যন্ত চলবে সূচনা পর্বের অনুষ্ঠান। যা শুরু হয়ে গিয়েছে ১৬ জানুয়ারি থেকে। আজও হবে গুরুত্বপূর্ণ একটি পর্ব। ২২ জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজের হাতে করবেন বিগ্রহে প্রাণ প্রতিষ্ঠা। শুরু তাঁর অগ্রিম প্রস্তুতি। একবেলা খেয়ে কাটাবেন এবং মেঝেতে শোবেন তিনি। প্রধানমন্ত্রী নিজেই করবেন বিগ্রহের চক্ষুদান।

রাম মন্দির উদ্বোধন ঘিরে অযোধ্যায় সাজসাজ রব। মেগা এই কর্মসূচির সাক্ষী থাকত আমন্ত্রণ জানানো হয়েছে বলি তারকা থেকে শুরু করে ক্রীড়া জগতের উজ্জ্বল নক্ষত্রদের। আমন্ত্রিত দেশের সব রাজ্যের মন্ত্রী আমলা সহ হাইপ্রোফাইল কর্তা ব্যক্তিরা। আসতে শুরু করেছেন সাধুসন্তরাও। আগামী ৭দিন ধরে চলবে উদ্বোধন পর্বের সূচণা কর্মসূচি। আজ পবিত্র সরযূ নদীর জল নিয়ে  অযোধ্যার উদ্দেশে রওনা দিয়েছেন রাম ভক্তরা। এছাড়াও আগামী ২২ জানুয়ারি পর্যন্ত চলবে জলযাত্রা, গন্ধাধিবাস সহ একাধিক ব্রত-কর্মসূচি। রামমন্দির উদ্বোধনের দিনে ছুটি ঘোষণা করেছে দেশের বিভিন্ন রাজ্য। তালিকায় উত্তরপ্রদেশের পাশাপাশি রয়েছে আরও একাধিক রাজ্যের নাম। সব মিলিয়ে রাম জন্মভূমি অযোধ্যায় রামমন্দির উদ্বোধন ঘিরে কার্যত উৎসবের আমেজে ভাসছে গোটা দেশ।