ফের ট্যাংরার প্লাস্টিক ও রবার কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড

দুপুর ১২টা পর্যন্ত ওই আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি। তবে ১০ টি দমকলের ইঞ্জিন ক্রমাগত চেষ্টা করে আগুন নেভানোর।

ফের ট্যাংরার প্লাস্টিক ও রবার কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড

ট্রাইব টিভি ডিজিটাল: ফের ট্যাংরায় প্লাস্টিক ও রবার কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড। সোমবার সকালে তিলখানার কাছে একটি প্লাস্টিকের কারখানা এবং তার লাগোয়া মজুতঘরে আগুন লাগে। ভিতরে দাহ্য পদার্থ মজুত থাকায় দ্রুত সেই আগুন ছড়িয়ে পড়ে সর্বত্র। আগুন নিয়ন্ত্রণ করতে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ১০টি ইঞ্জিন। 

দমকলবাহিনী সূত্রে খবর, দুপুর ১২টা পর্যন্ত ওই আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি। তবে ১০ টি দমকলের ইঞ্জিন ক্রমাগত চেষ্টা করে আগুন নেভানোর। কী করে ওই আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়। তবে দমকল বাহিনীর তরফে জানানো হয়েছে, তারা এখনই কারণ খোঁজার চেষ্টা করছে না। আপাতত ওই বিধ্বংসী আগুন নেভনোই তাঁদের একমাত্র লক্ষ্য। তবে আগুন নিয়ন্ত্রণে এলে এ ব্যাপারে তদন্ত শুরু হবে।

এদিকে,ঘন জনবসতিপূর্ণ এলাকায় আগুন নেভাতে গিয়ে কঠিন লড়াইয়ের মুখে পড়েন দমকল কর্মীরা। জানা গিয়েছে, আগুন আপাতত নিয়ন্ত্রণে। তবে এমন দাহ্যবস্তু পূর্ণ কারখানায় কোনও পকেট ফায়ার রয়ে গিয়েছে কিনা তা তন্ন তন্ন করে খুঁজে দেখছেন দমকলকর্মীরা। এই এলাকা অত্যন্ত ঘিঞ্জি। সেক্ষেত্রে আগুন ছড়িয়ে পড়লে হতাহতের ঘটনা ঘটতে পারত। তাই যতটা সম্ভব আগুনকে ছোট জায়গার মধ্যেই আটকে রেখে তা নিভিয়ে ফেলার পরিকল্পনা নিয়েই কাজ করে অগ্নি নির্বাপন দফতরের কর্মীরা।