নতুন বছরের শুরুতে ফের উত্তপ্ত মনিপুর

নতুন বছরের শুরুতে ফের উত্তপ্ত মনিপুর

নতুন বছরের শুরুতে ফের উত্তপ্ত মনিপুর

নতুন বছরের শুরু, কিন্তু অশান্তি থামার নাম নিচ্ছে না। ফের অশান্ত হয়ে পড়েছে মনিপুর। মণিপুরের থৌবালে আবারো এক সংঘর্ষে ৪ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। এছাড়াও সেখানে গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন ৫ জন। প্রসঙ্গত, গত বছরের মে মাস থেকে অশান্ত মনিপুর। নতুন বছর শুরু হতেই আবার একবার অশান্ত হয়ে ওঠে উত্তর পূর্বের রাজ্য মনিপুর। মণিপুরের ঘটনার পর রাজ্যে শান্তি বাজিয়ে রাখার আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী এন বীরেন সিং।

গত বছর মণিপুরে অশান্তির জেরে প্রায় ২০০ জনের মৃত্যু হয়েছিল। সেই ঘটনার রক্তাক্ত ছবির মাঝেই উঠে এসেছিল আরও এক ভয়াবহ দৃশ্য। মণিপুরের দুই মহিলাকে নগ্ন অবস্থায় রাস্তায় প্যারাডের দৃশ্যের ক্লিপ  ভাইরাল হয়। গোটা দেশ সরব হয় সমালোচনায়। এমন ঘটনার নিন্দা করেন প্রধানমন্ত্রী মোদী। বিরোধীরা সরব হয় এন বীরেন সিংয়ের ইস্তফার দাবিতে। উত্তাল হতে থাকে মণিপুর। উত্তাল পরিস্থিতি তৈরি হয় রাজনৈতিক দিক থেকে। এরপর এই ঘটনায় অভিযুক্তদের গ্রেফতার করা হয়। এই পরিস্থিতিতে কেন্দ্রের তরফে মণিপুরকে ঘিরে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়। কিন্তু নতুন বছরের শুরুতেই এই মর্মান্তিক মৃত্যুর ঘটনা ফের আতঙ্ক ধরিয়েছে। সূত্রের খবর, মণিপুরে নতুন করে অশান্তি ছড়ানোর ফলে সেখানে কারফিউ আরও আটোসাটো করা হয়েছে। এর আগে 

পাশাপাশি পুলিশ জানিয়েছে, থৌবালের লিলং এলাকায় ওই ৪ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। এলাকার মানুষও সেখানে গোলা বর্ষণের ছবি তুলে ধরেন। এছাড়াও গুলির জেরে মাটিতে পড়ে যাওয়া মৃতদেহগুলির ছবিও তারা পুলিশকে পাঠিয়েছে।

উল্লেখ্য, মেইতেই ও কুকি গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের জেরে গত মে মাস থেকে উত্তপ্ত মণিপুর। ঘটনা সম্পর্কে ওয়াকিবহাল এক অফিসারের তথ্য অনুযায়ী,‘ আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। আমরা তথ্য পেয়েছি যে কিছু হামলাকারী স্থানীয়দের জন্য ধরা পড়েছে। তবে এটি কতটা সত্যি তা এখনও যাচাই করা হয়নি। পুলিশ এখনও গ্রামে পৌঁছতে পারেনি কারণ বিক্ষোভকারীরা সেখানে জড়ো হয়েছেন।' উল্লেখ্য, মণিপুরের রাজধানী ইম্ফল থেকে ১২ কিলোমিটার দূরে রয়েছে লিলং এলাকা। সেখানে নতুন করে হিংসার জেরে ফের উদ্বেগ বাড়ছে মণিপুরকে ঘিরে।