ওয়েনাডের পাশে বাংলার রাজ্যপাল, দুর্গতদের একমাসের বেতন দান বোসের

ওয়ানাডের ভয়াবহ ভুমিধসে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ২৭৬ জনের। গত ২৪ ঘণ্টায় অন্তত দেড়শো জনের মৃতদেহ উদ্ধার হয়েছে। এখনও প্রায় দুই শতাধিক মানুষ নিখোঁজ। জানুন বিস্তারিত...

ওয়েনাডের পাশে বাংলার রাজ্যপাল, দুর্গতদের একমাসের বেতন দান বোসের
ফাইল চিত্র।।

ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: কেরলের ওয়েনাডের ঘটনায় শোকবিহ্বল বিশ্ব। শোকবার্তা পাঠিয়েছে আমেরিকা-রাশিয়া। ওয়ানাডের এই বিপর্যয়ের দিনে এবার পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি ভি আনন্দ বোস নামলেন আসরে। নিজের এক মাসের বেতন তিনি তুলে দিলেন ত্রাণে। এর আগে তিনি ত্রাণ শিবির ঘুরে দেখেন। কথা বলেন আহতদের পরিবারের সঙ্গে। মৃতের পরিবারের সঙ্গে দেখা করে তিনি সমবেদনাও জানান। বার্তা দেন পাশে থাকার।

 অন্যদিকে, ওয়ানাডের ভয়াবহ ভুমিধসে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ২৭৬ জনের। গত ২৪ ঘণ্টায় অন্তত দেড়শো জনের মৃতদেহ উদ্ধার হয়েছে। এখনও প্রায় দুই শতাধিক মানুষ নিখোঁজ। স্থানীয়দের মতে, নিখোঁজদের জীবিত থাকার সম্ভাবনা প্রায় ক্ষীণ। ওয়ানাডের জেলা প্রশাসন সূত্রে খবর, পাহাড়ি এলাকায় ভূমিধসের কারণে হাজার হাজার টন পাথর এবং মাটির যে স্তূপ তৈরি হয়েছে, তা খুঁড়ে উদ্ধারের কাজ চালানো খুব কঠিন। বিস্তীর্ণ এলাকার রাস্তাঘাট, বাড়িঘর প্রায় নিশ্চিহ্ন। স্থানীয় চার্চ, স্কুল-কলেজের যা অবশিষ্ট আছে, সবকিছুকেই ব্যবহার করা হচ্ছে দুর্গতদের আশ্রয়স্থল এবং চিকিৎসার জন্য। সব মিলিয়ে এখনও পর্যন্ত যা পরিস্থিতি তাতে বিপর্যয় আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। দুর্ঘটনার ৭২ ঘণ্টা পরও মাটির নীচের ধ্বংস স্তুপ থেকে উদ্ধার হচ্ছে আরও মৃতদেহ। কেরলের ওয়েনাডের ভয়াবহ ভূমিধসে এবং প্রাকৃতিক দুর্যোগে এখনও পর্যন্ত ২৭৬ জনের মৃত্যুর খবর মিলেছে। জখম ২০০-র বেশি। মর্মান্তিক এই ঘটনায় উদ্ধার কাজে সেনাবাহিনীকে আগেই নামানো হয়েছিল। উদ্ধার কাজের গতি বাড়াতে এবার নামানো হয়েছে নৌসেনা ও বায়ুসেনাকেও।  

আরও পড়ুন: https://tribetv.in/ISF-MLA-Naushad-Siddiqui-demands-that-the-state-should-start-allowance-for-the-players

সবুজে ঘেরা ওয়েনাডে মঙ্গলবার ভোরে ভয়াবহ ধস নামে। অতিবৃষ্টির জেরে কার্যত পাহাড় ভেঙে নেমে আসে সমতলে। কাদা-মাটি-জলে ডুবে গিয়েছে মুন্দাক্কাই, চুরামালা, আতামালা ও নুলপুজ়া জেলা। এই চার জেলার সঙ্গে যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। জলের তোড়ে ধুয়েমুছে সাফ মাইলের পর মাইল রাস্তা। মঙ্গলবার বিপর্যয়ের পর থেকেই উদ্ধারকাজে নেমেছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী, রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী। উদ্ধারকাজে সাহায্যের জন্য ভারতীয় সেনাও নামানো হয়েছে।

আরও পড়ুন: https://tribetv.in/Sourav-Ganguly-Will-Be-Conferred-Bharat-Gaurav-Award-By-East-Bengal-Club

প্রশাসন সূত্রে খবর, বিপদ এখনও কাটেনি। ধ্বংসস্তূপ, মাটির নীচে শতাধিক মানুষের চাপা পড়ে থাকার আশঙ্কা করা হচ্ছে। গোটা পরিস্থিতির উপর নজর রাখতে বুধবারই ঘটনাস্থলে যান বাংলার রাজ্যপাল সিভি আনন্দ বোস। গোটা পরিস্থিতি খতিয়ে দেখে আর্ত মানুষজনের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি।