ক্রীড়াক্ষেত্রে বাংলার হত গৌরব ফিরিয়ে আনার আর্জি, খেলোয়াড়দের জন্য রাজ্যের কাছে ভাতা চালুর দাবি নওশাদের

বর্তমান অলিম্পিকে যে ১১৭ জন ক্রীড়াবিদ গেছে তার মধ্যে মাত্র তিনজন এ রাজ্যের। এবার এই বিষয়টি বিধানসভায় তুললেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। জানুন বিস্তারিত...

ক্রীড়াক্ষেত্রে বাংলার হত গৌরব ফিরিয়ে আনার আর্জি,  খেলোয়াড়দের জন্য রাজ্যের কাছে ভাতা চালুর দাবি নওশাদের

ত্রয়ণ চক্রবর্তী, কলকাতা: ক্রীড়াক্ষেত্রে একদা জগতজোড়া নাম ছিল রাজ্যের। বিভিন্ন ক্ষেত্রে দিকগজ ক্রীড়াবিদ দেশকে উপহার দিয়েছে পশ্চিমবঙ্গ। কিন্তু কিছুকাল ধরেই সেক্ষেত্রে ভাঁটা। এমন ঘটনাও ঘটেছে হতাশ ও ক্ষুব্ধ হয়ে রাজ্য ছেড়েছেন ক্রীড়াবিদরা। এবার এই বিষয় বিধানসভায় তুললেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি। রাজ্যে ক্রীড়ার ক্ষেত্রে ভাতাসহ কোটায় চাকরির দাবি তুললেন তিনি।

অলিম্পিকের ইতিমধ্যে চমক দিয়েছেন মনু ভাকর । ভারতের এই ক্রীড়াবিদ ইতিমধ্যে যৌথ ও এককভাবে পদক জয়ী হয়েছেন। মহিলা হিসেবে দেশে যা প্রথম। আন্তর্জাতিক ক্ষেত্রে দেশের হয়ে সবথেকে সফল ক্রীড়াবিদ দিচ্ছে হরিয়ানা। অথচ ক্রীড়াক্ষেত্রে একসময় পশ্চিমবঙ্গ যথেষ্ট সফল ছিল। কিন্তু বর্তমানে তা কালের গর্ভে।

আরও পড়ুন: https://tribetv.in/The-bodies-recovered-from-the-Regents-Park-area-have-been-identified

বর্তমান অলিম্পিকে যে ১১৭ জন ক্রীড়াবিদ গেছে তার মধ্যে মাত্র তিনজন এ রাজ্যের। এবার এই বিষয়টি বিধানসভায় তুললেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। পরিস্থিতির পরিবর্তনের জন্য নওশাদ ক্রীড়ামন্ত্রীর কাছে আবেদন করেন ক্রীড়া কোটায় চাকুরি ও গরিব খেলোয়াড়দের জন্য ভাতা বা বৃত্তি চালু করার। নওশাদের আশা ক্রীড়াদফতর বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করবে। যদি তা হয় তাহলে ক্রীড়া ক্ষেত্রে রাজ্য তার হত গৌরব ফিরে পাবে।