১৪৪ ধারা ভেঙে রাজভবনের সামনে অভিষেকের ধর্না, শুভেন্দুর মামলায় কড়া বার্তা আদালতের

কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে গত বছরের ৫ অক্টোবর থেকে টানা পাঁচ দিন ১৪৪ ধারা ভেঙে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজভবনের সামনে ধর্নায় বসেছিল তৃণমূল। জানুন বিস্তারিত...

১৪৪ ধারা ভেঙে রাজভবনের সামনে অভিষেকের ধর্না, শুভেন্দুর মামলায় কড়া বার্তা আদালতের
(ফাইল চিত্র)

ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ভোট পরবর্তী হিংসায় আক্রান্তদের নিয়ে আজ অর্থাৎ ১৯ জুন এক ঘণ্টার জন্য রাজভবনের সামনে ধর্নায় বসার অনুমতি পুলিশ না দেওয়ায় আদালতের দ্বারস্থ হয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বুধবার কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার এজলাসে সেই মামলার শুনানি হয়। মামলার পরবর্তী শুনানি আগামী ২১ তারিখ।

কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে গত বছরের ৫ অক্টোবর থেকে টানা পাঁচ দিন ১৪৪ ধারা ভেঙে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজভবনের সামনে ধর্নায় বসেছিল তৃণমূল। আইন ভেঙে যারা পাঁচ দিন ধরে ধর্নায় বসেছিল, তাদের বিরুদ্ধে রাজ্য কী আইনি ব্যবস্থা নিয়েছে বা পদক্ষেপ করেছে? আগামী ২১ জুন রাজ্যকে তা রিপোর্ট আকারে জানানোর নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার। পাশাপাশি রাজভবনের পরিবর্তে বিকল্প হিসেবে পুলিশের প্রস্তাবিত ধর্মতলার Y চ্যানেলে ভোট পরবর্তী হিংসায় আক্রান্তদের নিয়ে ধর্না করা যায় কিনা, তার স্পষ্ট ভাবনা আগামী ২১ তারিখ মামলাকারী শুভেন্দু অধিকারীকে আদালতে জানানোর নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার।

এদিন শুনানিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর রাজভবনের সামনে যেখানে গত বছর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল পাঁচ দিন ধরে ধর্না দিয়েছিল, সেই স্থানে ভোট পরবর্তী হিংসায় আক্রান্তদের নিয়ে ধর্না কর্মসূচি করার আবেদনটি উল্লেখ করে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত বলেন, এটা কোনও আবেদন পত্র নয়। এই আবেদনের ছত্রে ছত্রে পেশি শক্তির আস্ফালন লক্ষ্য করা যাচ্ছে। আবেদনে বলা হচ্ছে, রাজভবনের সামনে ১৪৪ ধারা থাকা সত্ত্বেও এক আঞ্চলিক দলকে মঞ্চ বেঁধে ধর্না কর্মসূচি করার অনুমতি দিয়েছে। পুলিশ তাহলে জাতীয় দল বিজেপি কে কেন অনুমতি দেবে না? X কে দেওয়া হলে Y কে কেন দেওয়া হবে না, এই বক্তব্যটি আবেদনের স্বচ্ছ ছত্রে লক্ষ্য করা যাচ্ছে। 

তার জবাবে বিচারপতি অমৃতা সিনহা বলেন- কাউকে ভুল ভাবে কোনও অনুমতি দিলে সেই ভুলকে উদাহরণ হিসেবে দেখিয়ে আবার একই ভুল করতে হবে, এই নেতিবাচক সমানাধিকারের ভাবনা রাখা উচিত নয়। এরপরই বিচারপতি রাজ্যের উদ্দেশ্যে বলেন ৫ দিন ধরে রাজভবনের গেটের সামনে ১৪৪ ধারা ভেঙে মঞ্চ বেঁধে ধর্না কর্মসূচি করা হয়েছে। যিনি বা যারা এই আইন ভেঙেছেন, তার বিরুদ্ধে আপনারা কোনও ব্যবস্থা নিয়েছেন? যদি না নেন, তাহলে বিরোধীদের ক্ষেত্রে অসুবিধা কোথায়? এর প্রভাব তো জনমানষে পড়বে।

আরও পড়ুন: https://www.tribetv.in/Investigation-officers-of-railway-may-introgate-question-to-the-gateman

তার উত্তরে এজি বলেন, বিষয়টা আমার জানা নেই। জেনে বলতে পারব। বিচারপতি আবারও রাজ্যের উদ্দেশ্যে বলেন একটি দল  ধর্না করবে আর বিরোধীরা একই স্থানে সভা করতে গেলে তার আইনি অধিকার আছে কিনা সেটার জন্য যুক্তি সাজাবে রাজ্য, এটা কিভাবে হয়? আপনারা বলছেন প্রশাসনিক ব্যবস্থার মধ্যেই ১৪৪ ধারা বিষয়টা পড়ে। যেহেতু রাজভবনের সামনে ১৪৪ ধারা জারি রয়েছে, তাই বিরোধীদের সেখানে মঞ্চমেধে কোনরকম সভা বা ধর্ম না করতে দেওয়া  মঞ্চমেধে কোনরকম সভা বা ধর্নার অনুমতি পুলিশ দিতে পারবে না। তাহলে গত বছর ১৪৪ ধারা ভেঙে একই স্থানে একটি রাজনৈতিক দল টানা ৫ দিন ধরে কী করে ধর্না দিল?

এজি কিশোর দত্ত বলেন, গত ১০ জুন আবেদন করা হয়েছিল। এখন পরিস্থিতি বদলেছে। রাজ্যপাল মহেশ্বরী ভবনে গিয়ে আক্রান্তদের সঙ্গে দেখা করেছেন। রাজ্যের বিরোধী দলনেতা আক্রান্তদের নিয়ে রাজভবনে সাক্ষাৎ করেছেন। তাই পুলিশের প্রস্তাবিত Y চ্যানেলে ধর্নার অনুমতি দেওয়া হোক। বিচারপতি অমৃতা সিনহা মামলাকারী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আইনজীবী বিল্লদল ভট্টাচার্যের উদ্দেশ্যে বলেন, আপনাদের উদ্দেশ্য তো ধর্না কর্মসূচি করা। তাহলে স্থান পরিবর্তন নিয়ে আপনাদের অসুবিধা কোথায়? আপনারা তো রাজ্যপালের সঙ্গে দেখা করেছেন। তাহলে আপনাদের রাজভবনের গেটের সামনের পরিবর্তে পুলিশের প্রস্তাবিত Y চ্যানেলে কর্মসূচি করতে অসুবিধা কোথায়? রাজভবন থেকে Y চ্যানেলের দূরত্বও তো বেশি নয়।

মামলাকারী আইনজীবী বিল্লদল ভট্টাচার্য্য বলেন, ওই স্থানে কর্মসূচিটা করলে সহজেই সকলের দৃষ্টি আকর্ষণ করা যাবে। তাছাড়া রাজ্যের প্রশাসনিক প্রধান রাজ্যপাল। তাই আমরা রাজ্যপালেরও দৃষ্টি আকর্ষণ করতে চাই। সেই কারণেই রাজভবনের সামনে এক ঘণ্টার জন্য আমরা ধর্না কর্মসূচিটা করতে চেয়েছি।

আরও পড়ুন: https://www.tribetv.in/Bankura-BJP-MP-Soumitra-kha-touching-feet-a-tmc-leader

দুই পক্ষের বক্তব্য শুনে বিচারপতি অমৃতা সিনহা রাজ্যকে নির্দেশ দিয়েছেন, গতবছরের ৫ অক্টোবর থেকে টানা পাঁচ দিন ১৪৪ ধারা ভেঙে রাজভবনের গেটের সামনে যারা ধর্না দিয়েছিল, সেই আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা রিপোর্ট আকারে আগামী ২১ তারিখ আদালতকে জানাতে হবে। সেই সঙ্গে রাজ ভবনের গেটের পরিবর্তে পুলিশের প্রস্তাবিত বিকল্প Y চ্যানেলে ধর্না কর্মসূচি করা যায় কিনা, তার সুস্পষ্ট ভাবনা আদালতকে ২১ তারিখ জানাতে হবে মামলাকারীকে।