Junior Doctor Protest: পূরণ হয়নি ৪-৫ নং শর্ত, আলোচনা চেয়ে ফের মুখ্যসচিবকে ইমেল জুনিয়র ডাক্তারদের

মঙ্গলবার রাতে সাংবাদিক বৈঠক করেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা। সেখানে তাঁরা তাদের ৪ ও ৫ নম্বর দাবি আদায়ে অনড় থাকার কথা জানান আন্দোলনকারীরা। জানুন বিস্তারিত...

Junior Doctor Protest: পূরণ হয়নি ৪-৫ নং শর্ত, আলোচনা চেয়ে ফের মুখ্যসচিবকে ইমেল জুনিয়র ডাক্তারদের
আলোচনায় বসতে চেয়ে ফের মুখ্যসচিবকে মেইল।।

ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: রাজ্য সরকার একাধিক দাবি মেনে নিলেও এখনও উঠছে না আন্দোলন। দাবি আদায়ে অনড় আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা। এখনও হাসপাতালের নিরাপত্তা ও স্বাস্থ্য সচিবের অপসারণের দাবিতে চলবে আন্দোলন। এছাড়াও ছাত্র সংসদ নির্বাচন চেয়ে ফের মুখ্যসচিবকে ইমেল আন্দোলনকারী চিকিৎসকদের। আরও এক দফা আলোচনা চাইছেন তাঁরা। বুধবার সকাল ১১.১৯ নাগাদ রাজ্যের মুখ্যসচিবকে চিঠি দিল জুনিয়র চিকিৎসকরা। তাঁদের চতুর্থ এবং পঞ্চম দাবি পূরণ হয়নি বলে ফের সরকারের সঙ্গে বৈঠকে বসতে চেয়ে আজই মুখ্যসচিবকে ইমেল করেন।

মঙ্গলবার রাতে সাংবাদিক বৈঠক করেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা। সেখানে তাঁরা তাদের ৪ ও ৫ নম্বর দাবি আদায়ে অনড় থাকার কথা জানান আন্দোলনকারীরা। সরকারি মেডিক্যাল কলেজে হুমকির সংস্কৃতি, থ্রেট কালচার সহ স্বাস্থ্যসচিবকে সরানোর দাবিতে অনড় থাকেন তাঁরা। শুধু তাই নয়, রেসিডেন্টশিয়াল ডক্টর অ্যাসোসিয়েশন গঠন করার দাবিও জানান তারা। এমনকি সরকার সব দাবি না মানা পর্যন্ত ডাক্তারদের এই কর্মবিরতি আন্দোলন চলবে বলে স্পষ্ট জানিয়ে দেন আন্দোলনরত চিকিৎসকরা। 

আরও পড়ুন: https://tribetv.in/Vineet-Goyal-meeting-Mamata-Banerjee-before-expected-removal-of-kolkata-police

অন্যদিকে আন্দোলনকারীদের পাঠানো ইমেলে মূলত দু’টি বিষয়ের উপর জোর দেওয়া হয়েছে। জানিয়েছেন, এত দিন তাঁরা যে পাঁচ দফা দাবিতে স্বাস্থ্য ভবনের সামনে ধর্না-অবস্থান করছেন, তার মধ্যে চার এবং পাঁচ নম্বর দাবি এখনও মেটেনি। সেই দাবি নিয়ে বুধবারই মুখ্যসচিবের সঙ্গে বৈঠকে বসতে চান বলে জানিয়েছেন জুনিয়র ডাক্তারেরা। শুধু মুখ্যসচিব নয়, ওই বৈঠকে রাজ্যের গড়া টাস্ক ফোর্সের সদস্যদের থাকার কথা উল্লেখ করেছেন তাঁরা। তবে ধর্না বা কর্মবিরতি ওঠার বিষয়ে এখনই কোনও স্পষ্ট বার্তা দেননি আন্দোলনরত জুনিয়র ডাক্তারেরা। তাঁদের কথায়, ''আমাদের ইমেল নিয়ে সরকারের তরফে কী উত্তর আসে, তা দেখার পরই পরবর্তী পদক্ষেপ।'' তবে এখনই কর্মবিরতি উঠছে না, তা এক প্রকার স্পষ্ট বলেই মনে করা হচ্ছে।